
নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়।
মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না।
তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে।
ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে
নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে।
কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়।
এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।

নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়।
মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না।
তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে।
ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে
নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে।
কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়।
এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার নতুন আইন কার্যকরের প্রথম কয়েক দিনেই মেটা প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট ব্লক বা বন্ধ করে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারত সরকার স্মার্টফোন প্রস্তুতকারকদের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একগুচ্ছ সফটওয়্যার পরিবর্তনের কথাও বলা হয়েছে। এই প্রস্তাব ঘিরে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টরা আপত্তি জানাচ্ছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers. gov.bd-এর VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সম্পন্ন...
৮ ঘণ্টা আগে
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে