প্রযুক্তি ডেস্ক

প্রচলিত পদ্ধতির চেয়ে ফুসফুসের ক্যানসার আরও সঠিকভাবে শনাক্ত করতে গবেষকদের একটি দল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরি করেছে। মানুষের চোখে সহজে ধরা পড়ে না এমন ক্যানসারের লক্ষণগুলো খুঁজে বের করার জন্য প্রায় ৮০০টি সিটি স্ক্যানের একটি এআই বিশ্লেষণ ব্যবহার করা হয়।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ফুসফুসে বৃহৎ ক্ষুদ্র স্ফীতি আছে এমন প্রায় ৫০০ রোগীর ডেটা এআই অ্যালগরিদমকে উন্নত করতে ব্যবহার করা হয়েছিল। গবেষণাটি সম্প্রতি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এআই অ্যালগরিদমটি বর্তমান এআই টুলগুলোর থেকে বেশি কার্যকরী। বিজ্ঞানীরা বলেছেন, মারাত্মক অবস্থাকে আরও ভালো নির্ণয় করতে পারবে এটি।
সিটি স্ক্যানের বিশ্লেষণ ব্যবহার করার পর এআই সিস্টেমটি নির্ভুলভাবে ক্যানসার যুক্ত ক্ষুদ্র স্ফীতিগুলোকে চিহ্নিত করতে পারে কিনা তা নির্ধারণ করতে পরীক্ষা করা হয়েছিল। ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ডাঃ বেঞ্জামিন হান্টার বলেছেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে এটি ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণে উন্নতি ঘটাবে ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় দ্রুত পরিস্থিতির ওপর নজর রেখে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
নতুন এআই টুলের মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা। এই পদ্ধতিকে বলা হয় 'এরিয়া আন্ডার দ্য কার্ভ'(এইউসি)। কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র ক্যানসার পরীক্ষায় কতটা সক্ষম তা বুঝতে এইউসি-এর সাহায্য় নেয় গবেষক দল। স্থির হয়, যদি ক্যানসার শনাক্তকরণে টুলটি এইউসি-তে ১ পায় তাহলে ধরা হবে এটি একটি নিখুঁত মডেল। তবে টানা ক্যানসার পরীক্ষার কাজে ০.৫ ফল এলেও একে ভালো মানের ধরা হবে। পরীক্ষায় দেখা যায় দশমিক ৮৭ স্কোর করেছে এআই টুলটি।

প্রচলিত পদ্ধতির চেয়ে ফুসফুসের ক্যানসার আরও সঠিকভাবে শনাক্ত করতে গবেষকদের একটি দল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরি করেছে। মানুষের চোখে সহজে ধরা পড়ে না এমন ক্যানসারের লক্ষণগুলো খুঁজে বের করার জন্য প্রায় ৮০০টি সিটি স্ক্যানের একটি এআই বিশ্লেষণ ব্যবহার করা হয়।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ফুসফুসে বৃহৎ ক্ষুদ্র স্ফীতি আছে এমন প্রায় ৫০০ রোগীর ডেটা এআই অ্যালগরিদমকে উন্নত করতে ব্যবহার করা হয়েছিল। গবেষণাটি সম্প্রতি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এআই অ্যালগরিদমটি বর্তমান এআই টুলগুলোর থেকে বেশি কার্যকরী। বিজ্ঞানীরা বলেছেন, মারাত্মক অবস্থাকে আরও ভালো নির্ণয় করতে পারবে এটি।
সিটি স্ক্যানের বিশ্লেষণ ব্যবহার করার পর এআই সিস্টেমটি নির্ভুলভাবে ক্যানসার যুক্ত ক্ষুদ্র স্ফীতিগুলোকে চিহ্নিত করতে পারে কিনা তা নির্ধারণ করতে পরীক্ষা করা হয়েছিল। ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ডাঃ বেঞ্জামিন হান্টার বলেছেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে এটি ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণে উন্নতি ঘটাবে ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় দ্রুত পরিস্থিতির ওপর নজর রেখে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
নতুন এআই টুলের মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা। এই পদ্ধতিকে বলা হয় 'এরিয়া আন্ডার দ্য কার্ভ'(এইউসি)। কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র ক্যানসার পরীক্ষায় কতটা সক্ষম তা বুঝতে এইউসি-এর সাহায্য় নেয় গবেষক দল। স্থির হয়, যদি ক্যানসার শনাক্তকরণে টুলটি এইউসি-তে ১ পায় তাহলে ধরা হবে এটি একটি নিখুঁত মডেল। তবে টানা ক্যানসার পরীক্ষার কাজে ০.৫ ফল এলেও একে ভালো মানের ধরা হবে। পরীক্ষায় দেখা যায় দশমিক ৮৭ স্কোর করেছে এআই টুলটি।

দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৯ ঘণ্টা আগে
প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এটি হলো প্রযুক্তির বাণিজ্যিক প্রদর্শনী, যা প্রতিবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। পুরো বিশ্বের প্রযুক্তি উদ্ভাবকেরা এখানে আসেন তাঁদের অভিনব সব উদ্ভাবন নিয়ে।
১০ ঘণ্টা আগে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কোনো ধরনের সামান্য অসতর্কতায় ঘটতে পারে বিপর্যয়। ভুয়া লিংকে ক্লিক, প্রতারণামূলক ফোন কল কিংবা বিভ্রান্তিকর বার্তায় মুহূর্তে হারিয়ে যেতে পারে ব্যক্তিগত ও অফিশিয়াল নথিপত্র, জীবনের সঞ্চয় কিংবা মোবাইল ফোন, মানিব্যাগ কিংবা ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
১১ ঘণ্টা আগে