Ajker Patrika

১০ বছর পর লোগোতে যে পরিবর্তন আনল গুগল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২৫, ১২: ২৬
নতুন আইকনে সেই ব্লক রঙের পরিবর্তে ব্যবহৃত হয়েছে গ্রেডিয়েন্ট। ছবি: নাইনটুফাইভ গুগল
নতুন আইকনে সেই ব্লক রঙের পরিবর্তে ব্যবহৃত হয়েছে গ্রেডিয়েন্ট। ছবি: নাইনটুফাইভ গুগল

প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পুরোনো আইকনে চারটি স্বতন্ত্র রঙের ব্লক দিয়ে তৈরি ছিল ‘জি’ অক্ষরটি। নতুন আইকনে সেই ব্লক রঙের পরিবর্তে ব্যবহৃত হয়েছে গ্রেডিয়েন্ট, যা এক রং থেকে অন্য রঙে ধাপে ধাপে পরিবর্তন হয়ে যায়। এবারের নতুন সংস্করণে আগের মতো চারটি আলাদা রঙের ব্লকের বদলে রংগুলো একে অপরের মধ্যে গ্রেডিয়েন্ট আকারে মিশে গেছে—লাল থেকে হলুদ, হলুদ থেকে সবুজ এবং সবুজ থেকে নীল রঙে ধাপে ধাপে রূপান্তর ঘটেছে।

তবে বর্তমানের গুগলের মূল ছয় অক্ষরের লোগোতে কোনো পরিবর্তন আনার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে ক্রোম, ম্যাপস বা অন্য চার রঙের লোগোগুলোতেও গুগল এ ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল ব্যবহার করতে পারে বলে প্রযুক্তি বিশেষজ্ঞেরা মনে করছেন।

নতুন এই আইকন বর্তমানে আইওএস প্ল্যাটফর্মে গুগল সার্চ অ্যাপের আইকনে দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েডের ১৬ দশমিক ১৮ (বেটা) আপডেটেও এটি যুক্ত হয়েছে। তবে গতকাল সোমবার (১২ মে) পর্যন্ত গুগলের অন্যান্য ব্র্যান্ডিং উপাদানে নতুন আইকনের কোনো চিহ্ন দেখা যায়নি।

এ ছাড়া গুগল সার্চ অ্যাপের এআই মোডে যে শর্টকাট আইকন রয়েছে, সেটিও প্রায় একই ধাঁচের ডিজাইন অনুসরণ করে।

গুগল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০ মে শুরু হতে যাচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০২৫। তাই নতুন আইকন উন্মোচনের সময়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

২০১৫ সালের সেপ্টেম্বরে গুগল প্রথমবারের মতো বর্তমান ‘জি’ আইকনের রঙিন ব্লক সংস্করণ উন্মোচন করে। একই সময়ে তারা তাদের মূল লোগোতেও পরিবর্তন এনে ‘প্রোডাক্ট সানস’ নামের টাইপফেস বা ফন্ট ব্যবহার শুরু করে। একই সঙ্গে আগের নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ছোট হাতের ‘g’-এর পরিবর্তে বর্তমান গোলাকৃতি রঙিন ‘G’ আইকন চালু হয়, যা আমরা প্রায় ১০ বছর ধরে দেখে আসছি।

সে সময় গুগল এক ব্লগপোস্টে জানিয়েছিল, ‘গুগল লোগো ও ব্র্যান্ডিং মূলত একটি ডেস্কটপ ব্রাউজারের পেজের জন্য তৈরি করা হয়েছিল। এখন আমরা এটি এমন এক জগতে উপযোগী করেছি, যেখানে অসংখ্য ডিভাইস ও ইনপুট পদ্ধতির মধ্যে নিরবচ্ছিন্ন কম্পিউটিং সম্ভব।’

গুগলের মূল লোগোর প্রথম ডিজাইনার রুথ কেদার ২০২৩ সালের এক সাক্ষাৎকারে বলেন, প্রাথমিক লোগোর ফন্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল, যাতে অতীতের ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করা যায়।

তবে এবারকার পরিবর্তনটি ইঙ্গিত দিচ্ছে, গুগল আরও আধুনিক ও গতিশীল ব্র্যান্ডিংয়ের পথে হাঁটছে।

তথসূত্র: ইউএসএ টুডে ও নাইন টু ফাইভ গুগল

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত