
ঢাকা: পরশু ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনেই মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছে এই জাপানি তারকার। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। তবে কাল নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওসাকা।
ফ্রেঞ্চ ওপেন শুরুর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসাকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ‘মানসিকভাবে অসুস্থ’ বোধ করেন। প্রথম ম্যাচ জিতেও তাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই জাপানি তারকা। ফলে ১৫০০০ ডলার (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয় তাঁকে। তখনই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ আগামী গ্রান্ড স্ল্যাম থেকে ওসাকাকে বহিষ্কারের হুমকি দিয়েছিল।
তবে এবার স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা। টুর্নামেন্ট থেকে সরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন চারবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘টুইটারে আমার একটা পোস্ট নিয়ে যে এমন হবে কল্পনাও করিনি। সব দিক বিবেচনা করে তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।’
ওসাকার এমন মানসিক অবসাদে ভোগা এবারই প্রথম নয়। ২০১৮ ইউএস ওপেন থেকে এমন মানসিক অবসাদে ভুগছেন জাপানি টেনিস তারকা। নিজেকে অন্তর্মুখী স্বভাবের দাবি করে চারবারের গ্রান্ড স্ল্যামজয়ী লিখেছেন, ‘সাংবাদিকদের প্রতি আমার কোনো রাগ নেই, তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আসলে অন্তর্মুখী স্বভাবের। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলি না।’

ঢাকা: পরশু ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনেই মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছে এই জাপানি তারকার। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। তবে কাল নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওসাকা।
ফ্রেঞ্চ ওপেন শুরুর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসাকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ‘মানসিকভাবে অসুস্থ’ বোধ করেন। প্রথম ম্যাচ জিতেও তাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই জাপানি তারকা। ফলে ১৫০০০ ডলার (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয় তাঁকে। তখনই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ আগামী গ্রান্ড স্ল্যাম থেকে ওসাকাকে বহিষ্কারের হুমকি দিয়েছিল।
তবে এবার স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা। টুর্নামেন্ট থেকে সরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন চারবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘টুইটারে আমার একটা পোস্ট নিয়ে যে এমন হবে কল্পনাও করিনি। সব দিক বিবেচনা করে তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।’
ওসাকার এমন মানসিক অবসাদে ভোগা এবারই প্রথম নয়। ২০১৮ ইউএস ওপেন থেকে এমন মানসিক অবসাদে ভুগছেন জাপানি টেনিস তারকা। নিজেকে অন্তর্মুখী স্বভাবের দাবি করে চারবারের গ্রান্ড স্ল্যামজয়ী লিখেছেন, ‘সাংবাদিকদের প্রতি আমার কোনো রাগ নেই, তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আসলে অন্তর্মুখী স্বভাবের। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলি না।’

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৪২ মিনিট আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
২ ঘণ্টা আগে