
ঢাকা: পরশু ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনেই মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছে এই জাপানি তারকার। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। তবে কাল নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওসাকা।
ফ্রেঞ্চ ওপেন শুরুর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসাকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ‘মানসিকভাবে অসুস্থ’ বোধ করেন। প্রথম ম্যাচ জিতেও তাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই জাপানি তারকা। ফলে ১৫০০০ ডলার (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয় তাঁকে। তখনই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ আগামী গ্রান্ড স্ল্যাম থেকে ওসাকাকে বহিষ্কারের হুমকি দিয়েছিল।
তবে এবার স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা। টুর্নামেন্ট থেকে সরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন চারবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘টুইটারে আমার একটা পোস্ট নিয়ে যে এমন হবে কল্পনাও করিনি। সব দিক বিবেচনা করে তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।’
ওসাকার এমন মানসিক অবসাদে ভোগা এবারই প্রথম নয়। ২০১৮ ইউএস ওপেন থেকে এমন মানসিক অবসাদে ভুগছেন জাপানি টেনিস তারকা। নিজেকে অন্তর্মুখী স্বভাবের দাবি করে চারবারের গ্রান্ড স্ল্যামজয়ী লিখেছেন, ‘সাংবাদিকদের প্রতি আমার কোনো রাগ নেই, তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আসলে অন্তর্মুখী স্বভাবের। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলি না।’

ঢাকা: পরশু ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনেই মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছে এই জাপানি তারকার। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। তবে কাল নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওসাকা।
ফ্রেঞ্চ ওপেন শুরুর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসাকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ‘মানসিকভাবে অসুস্থ’ বোধ করেন। প্রথম ম্যাচ জিতেও তাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই জাপানি তারকা। ফলে ১৫০০০ ডলার (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয় তাঁকে। তখনই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ আগামী গ্রান্ড স্ল্যাম থেকে ওসাকাকে বহিষ্কারের হুমকি দিয়েছিল।
তবে এবার স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা। টুর্নামেন্ট থেকে সরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন চারবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘টুইটারে আমার একটা পোস্ট নিয়ে যে এমন হবে কল্পনাও করিনি। সব দিক বিবেচনা করে তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।’
ওসাকার এমন মানসিক অবসাদে ভোগা এবারই প্রথম নয়। ২০১৮ ইউএস ওপেন থেকে এমন মানসিক অবসাদে ভুগছেন জাপানি টেনিস তারকা। নিজেকে অন্তর্মুখী স্বভাবের দাবি করে চারবারের গ্রান্ড স্ল্যামজয়ী লিখেছেন, ‘সাংবাদিকদের প্রতি আমার কোনো রাগ নেই, তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আসলে অন্তর্মুখী স্বভাবের। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলি না।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে