
পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর অভ্যাসটা পুরোনো নোভাক জোকোভিচের। তা না হলে পুরুষ টেনিসে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী হতে পারতেন না তিনি। গতকাল শেষ আটে তেমনি প্রত্যাবর্তনের এক ম্যাচ খেললেন সার্বিয়ান তারকা।
কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ হাসি জোকোভিচই হেসেছেন। ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে জিতে উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনালে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৪৬ বারের মতো শেষ চারে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর বাছাই। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।
রুবলেভের বিপক্ষে জয়টি অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জোকোভিচের। তবে জয় পেতে শুরুটা মোটেও ভালো হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে বসেন তিনি। এরপর অবশ্য স্বরূপে ফেরেন রেকর্ড সর্বোচ্চ ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের তিন সেটে রাশিয়ান তারকাকে কোনো সুযোগ দেননি ৩৬ বছর বয়সী তারকা। সপ্তম বাছাইকে ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোকোভিচ বলেছেন, ‘এসব শুধুই সংখ্যা। টুর্নামেন্টে পরিসংখ্যান নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করি না। এটি একটি চলমান টুর্নামেন্ট। আমি এখনো আছি এবং পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। টুর্নামেন্ট কঠিন হতে চলেছে। তবে যেভাবে খেলছি, তা পছন্দ করি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। ইতালির অষ্টম বাছাইকে হারাতে পারলে ফেদেরারের আরেকটি রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন জোকোভিচ। ফাইনাল জিতলে সমান ৮টি করে উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি।

পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর অভ্যাসটা পুরোনো নোভাক জোকোভিচের। তা না হলে পুরুষ টেনিসে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী হতে পারতেন না তিনি। গতকাল শেষ আটে তেমনি প্রত্যাবর্তনের এক ম্যাচ খেললেন সার্বিয়ান তারকা।
কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ হাসি জোকোভিচই হেসেছেন। ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে জিতে উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনালে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৪৬ বারের মতো শেষ চারে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর বাছাই। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।
রুবলেভের বিপক্ষে জয়টি অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জোকোভিচের। তবে জয় পেতে শুরুটা মোটেও ভালো হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে বসেন তিনি। এরপর অবশ্য স্বরূপে ফেরেন রেকর্ড সর্বোচ্চ ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের তিন সেটে রাশিয়ান তারকাকে কোনো সুযোগ দেননি ৩৬ বছর বয়সী তারকা। সপ্তম বাছাইকে ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোকোভিচ বলেছেন, ‘এসব শুধুই সংখ্যা। টুর্নামেন্টে পরিসংখ্যান নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করি না। এটি একটি চলমান টুর্নামেন্ট। আমি এখনো আছি এবং পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। টুর্নামেন্ট কঠিন হতে চলেছে। তবে যেভাবে খেলছি, তা পছন্দ করি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। ইতালির অষ্টম বাছাইকে হারাতে পারলে ফেদেরারের আরেকটি রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন জোকোভিচ। ফাইনাল জিতলে সমান ৮টি করে উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি।

দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
২৬ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
১ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে
বছরের শুরুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা এমন কবে দেখা গেছে, সেটা জানতে অনেকে নিশ্চয়ই গুগল করা শুরু করেছেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই। পাশাপাশি যোগ হয়েছে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা স্থগিত।
২ ঘণ্টা আগে