
পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর অভ্যাসটা পুরোনো নোভাক জোকোভিচের। তা না হলে পুরুষ টেনিসে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী হতে পারতেন না তিনি। গতকাল শেষ আটে তেমনি প্রত্যাবর্তনের এক ম্যাচ খেললেন সার্বিয়ান তারকা।
কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ হাসি জোকোভিচই হেসেছেন। ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে জিতে উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনালে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৪৬ বারের মতো শেষ চারে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর বাছাই। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।
রুবলেভের বিপক্ষে জয়টি অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জোকোভিচের। তবে জয় পেতে শুরুটা মোটেও ভালো হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে বসেন তিনি। এরপর অবশ্য স্বরূপে ফেরেন রেকর্ড সর্বোচ্চ ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের তিন সেটে রাশিয়ান তারকাকে কোনো সুযোগ দেননি ৩৬ বছর বয়সী তারকা। সপ্তম বাছাইকে ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোকোভিচ বলেছেন, ‘এসব শুধুই সংখ্যা। টুর্নামেন্টে পরিসংখ্যান নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করি না। এটি একটি চলমান টুর্নামেন্ট। আমি এখনো আছি এবং পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। টুর্নামেন্ট কঠিন হতে চলেছে। তবে যেভাবে খেলছি, তা পছন্দ করি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। ইতালির অষ্টম বাছাইকে হারাতে পারলে ফেদেরারের আরেকটি রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন জোকোভিচ। ফাইনাল জিতলে সমান ৮টি করে উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি।

পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর অভ্যাসটা পুরোনো নোভাক জোকোভিচের। তা না হলে পুরুষ টেনিসে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী হতে পারতেন না তিনি। গতকাল শেষ আটে তেমনি প্রত্যাবর্তনের এক ম্যাচ খেললেন সার্বিয়ান তারকা।
কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ হাসি জোকোভিচই হেসেছেন। ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে জিতে উইম্বলডনে টানা পঞ্চম সেমিফাইনালে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৪৬ বারের মতো শেষ চারে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর বাছাই। তাঁর আগে এই রেকর্ড গড়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।
রুবলেভের বিপক্ষে জয়টি অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জোকোভিচের। তবে জয় পেতে শুরুটা মোটেও ভালো হয়নি সার্বিয়ান তারকার। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে বসেন তিনি। এরপর অবশ্য স্বরূপে ফেরেন রেকর্ড সর্বোচ্চ ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের তিন সেটে রাশিয়ান তারকাকে কোনো সুযোগ দেননি ৩৬ বছর বয়সী তারকা। সপ্তম বাছাইকে ৬–১, ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা ৪৭ মিনিটের ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোকোভিচ বলেছেন, ‘এসব শুধুই সংখ্যা। টুর্নামেন্টে পরিসংখ্যান নিয়ে সময় নষ্ট করতে পছন্দ করি না। এটি একটি চলমান টুর্নামেন্ট। আমি এখনো আছি এবং পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। টুর্নামেন্ট কঠিন হতে চলেছে। তবে যেভাবে খেলছি, তা পছন্দ করি।’
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জানিক সিনার। ইতালির অষ্টম বাছাইকে হারাতে পারলে ফেদেরারের আরেকটি রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন জোকোভিচ। ফাইনাল জিতলে সমান ৮টি করে উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন তিনি। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে