নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন বিরতি ছিল আজ। তবে দলের বাইরে থাকা বিকল্প ক্রিকেটাররা অনুশীলন করেছেন। এই তালিকায় ৮ জন ক্রিকেটার থাকলেও ইবাদত হোসেন ছিটকে যাওয়ায় তানজিম হাসান সাকিবকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। ফলে বিকল্প তালিকায় এখন আছেন ৭ ক্রিকেটার।
সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের চলছে বিকেএসপিসহ বিভিন্ন একাডেমি ও ক্লাবের শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট। দুপুরে অনুশীলনের উদ্দেশ্যে মাঠে এসে নামলেন সৌম্য সরকার। বিসিবির মেডিকেল বিভাগে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা সৌম্যকে দেখেই মিডিয়া সেন্টারের সামনে থেকে একটু কাছাকাছি দৌড়ে এলেন। সৌম্যও ভবিষ্যৎ ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সায় দিলেন। তাতেই খুশি শিক্ষার্থীরা, বন্ধ করলেন ডাকাডাকি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে বিকল্প খেলোয়াড়ের তালিকায় আছেন এই অলরাউন্ডারও। গত দুইদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। তিনিও অনুশীলনে ফিরেছেন আজ।
একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে গত দুদিন অনুশীলন ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ। তাঁর মা অসুস্থ ছিলেন। ফিল্ডিং অনুশীলন করে বেশ কিছুক্ষণ একাডেমি মাঠে ব্যাটিং করলেন আজ। মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও জাকির হাসানও অনুশীলন করলেন।
দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় আছেন সৌম্যও। বেশ কদিন ধরেই অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। সময়টা যদিও তাঁর অনুকূলে নেই। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগ কিংবা ‘এ’ দলের হয়েও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবু সৌম্যকে জাতীয় দলের আশপাশে রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ, সৌম্যর রুদ্ররূপটা প্রথম মেয়াদে দেখে গেছেন এই শ্রীলঙ্কান কোচ।
নিজেকে ফিরে পেতে, সব রকমের চেষ্টাই করছেন সৌম্য। মানসিকতাও বেশ ইতিবাচক। একজন সাংবাদিক কেমন আছেন জিজ্ঞেস করতেই হাসিমুখে বললেন, ‘ভালো আছি।’ এরপর ওয়ার্মআপ, ফিল্ডিং ও নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরালেন।

এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন বিরতি ছিল আজ। তবে দলের বাইরে থাকা বিকল্প ক্রিকেটাররা অনুশীলন করেছেন। এই তালিকায় ৮ জন ক্রিকেটার থাকলেও ইবাদত হোসেন ছিটকে যাওয়ায় তানজিম হাসান সাকিবকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। ফলে বিকল্প তালিকায় এখন আছেন ৭ ক্রিকেটার।
সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের চলছে বিকেএসপিসহ বিভিন্ন একাডেমি ও ক্লাবের শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট। দুপুরে অনুশীলনের উদ্দেশ্যে মাঠে এসে নামলেন সৌম্য সরকার। বিসিবির মেডিকেল বিভাগে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা সৌম্যকে দেখেই মিডিয়া সেন্টারের সামনে থেকে একটু কাছাকাছি দৌড়ে এলেন। সৌম্যও ভবিষ্যৎ ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সায় দিলেন। তাতেই খুশি শিক্ষার্থীরা, বন্ধ করলেন ডাকাডাকি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে বিকল্প খেলোয়াড়ের তালিকায় আছেন এই অলরাউন্ডারও। গত দুইদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। তিনিও অনুশীলনে ফিরেছেন আজ।
একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে গত দুদিন অনুশীলন ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ। তাঁর মা অসুস্থ ছিলেন। ফিল্ডিং অনুশীলন করে বেশ কিছুক্ষণ একাডেমি মাঠে ব্যাটিং করলেন আজ। মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও জাকির হাসানও অনুশীলন করলেন।
দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় আছেন সৌম্যও। বেশ কদিন ধরেই অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। সময়টা যদিও তাঁর অনুকূলে নেই। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগ কিংবা ‘এ’ দলের হয়েও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবু সৌম্যকে জাতীয় দলের আশপাশে রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ, সৌম্যর রুদ্ররূপটা প্রথম মেয়াদে দেখে গেছেন এই শ্রীলঙ্কান কোচ।
নিজেকে ফিরে পেতে, সব রকমের চেষ্টাই করছেন সৌম্য। মানসিকতাও বেশ ইতিবাচক। একজন সাংবাদিক কেমন আছেন জিজ্ঞেস করতেই হাসিমুখে বললেন, ‘ভালো আছি।’ এরপর ওয়ার্মআপ, ফিল্ডিং ও নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরালেন।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৫ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে