
লেভার কাপের উদ্বোধনী দিনেই টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। বিদায়ী ম্যাচে গত রাতে ফেদেরারের দ্বৈতের সঙ্গী ছিলেন রাফায়েল নাদাল। সুইস মহাতারকার বিদায়ের দিনে আবেগ লুকিয়ে রাখতে পারেননি নাদাল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন তিনিও।
ম্যাচ শেষে ফেদেরার সম্পর্কে আবেগঘন বার্তাও দিয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘রজার চলে যাচ্ছে মানে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশও চলে যাচ্ছে। কারণ মুহূর্তগুলো এখনো চোখের সামনে ভাসছে। পরিবার এবং সবাইকে দেখতে পাওয়া তাই অনেক আবেগের।’
নাদাল এবং ফেদেরার দুজনের খেলার ধরন আলাদা। নাদাল বাঁহাতি, ফেদেরার ডানহাতি। নাদাল মনে করেন, ভিন্ন রকম খেলার ধরনই টেনিসকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। যত সময় পেরিয়েছে, তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন নাদাল, ‘আমাদের খেলার ধরনই আমাদের মিল করিয়ে দিয়েছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা সম্ভবত সবচেয়ে দারুণ এবং মজার। আমি মনে করি, প্রতি বছরই আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আমরা অনেক কিছুই ভাগাভাগি করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা একে-অপরের বিপক্ষে অনেক লম্বা সময় ধরে খেলেছি।’
ফেদেরারের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বিরাট কোহলি। ও২ স্টেডিয়ামে দুজনের একসঙ্গে বসা ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন কোহলি। সাবেক ভারতীয় অধিনায়ক লিখেছেন, ‘এটাই খেলার সৌন্দর্য। এই দুজনের প্রতি অনেক শ্রদ্ধা। আমার দেখা ক্রীড়াঙ্গনের সবচেয়ে সুন্দর ছবি। যখন সঙ্গী আপনার জন্য কাঁদবেন, তখন বুঝতে হবে যে আপনার ভেতর সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভা আছে।’
ফেদেরার-নাদাল দুজনর কান্নার ছবি ফেসবুকে পোস্ট করে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘যারা খেলাধুলা ভালোবাসেন, এই ছবি দেখে কেউ কান্না ধরে রাখতে পারবেন না। এই ছবির মূলকথা হচ্ছে যে খেলা সবার শীর্ষে।’
১৯৯৮ থেকে ২০২২—দীর্ঘ ২৪ বছর টেনিস কোর্ট দাঁপিয়ে বেরিয়েছেন ফেদেরার। গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০ বার। যার মধ্যে আটবার জিতেছেন উইম্বলডন, ছয়বার অস্ট্রেলিয়ান ওপন, পাঁচবার ইউএস ওপেন এবং একবার ফ্রেঞ্চ ওপেন।

লেভার কাপের উদ্বোধনী দিনেই টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। বিদায়ী ম্যাচে গত রাতে ফেদেরারের দ্বৈতের সঙ্গী ছিলেন রাফায়েল নাদাল। সুইস মহাতারকার বিদায়ের দিনে আবেগ লুকিয়ে রাখতে পারেননি নাদাল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন তিনিও।
ম্যাচ শেষে ফেদেরার সম্পর্কে আবেগঘন বার্তাও দিয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘রজার চলে যাচ্ছে মানে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশও চলে যাচ্ছে। কারণ মুহূর্তগুলো এখনো চোখের সামনে ভাসছে। পরিবার এবং সবাইকে দেখতে পাওয়া তাই অনেক আবেগের।’
নাদাল এবং ফেদেরার দুজনের খেলার ধরন আলাদা। নাদাল বাঁহাতি, ফেদেরার ডানহাতি। নাদাল মনে করেন, ভিন্ন রকম খেলার ধরনই টেনিসকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। যত সময় পেরিয়েছে, তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন নাদাল, ‘আমাদের খেলার ধরনই আমাদের মিল করিয়ে দিয়েছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা সম্ভবত সবচেয়ে দারুণ এবং মজার। আমি মনে করি, প্রতি বছরই আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আমরা অনেক কিছুই ভাগাভাগি করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা একে-অপরের বিপক্ষে অনেক লম্বা সময় ধরে খেলেছি।’
ফেদেরারের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বিরাট কোহলি। ও২ স্টেডিয়ামে দুজনের একসঙ্গে বসা ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন কোহলি। সাবেক ভারতীয় অধিনায়ক লিখেছেন, ‘এটাই খেলার সৌন্দর্য। এই দুজনের প্রতি অনেক শ্রদ্ধা। আমার দেখা ক্রীড়াঙ্গনের সবচেয়ে সুন্দর ছবি। যখন সঙ্গী আপনার জন্য কাঁদবেন, তখন বুঝতে হবে যে আপনার ভেতর সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভা আছে।’
ফেদেরার-নাদাল দুজনর কান্নার ছবি ফেসবুকে পোস্ট করে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘যারা খেলাধুলা ভালোবাসেন, এই ছবি দেখে কেউ কান্না ধরে রাখতে পারবেন না। এই ছবির মূলকথা হচ্ছে যে খেলা সবার শীর্ষে।’
১৯৯৮ থেকে ২০২২—দীর্ঘ ২৪ বছর টেনিস কোর্ট দাঁপিয়ে বেরিয়েছেন ফেদেরার। গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০ বার। যার মধ্যে আটবার জিতেছেন উইম্বলডন, ছয়বার অস্ট্রেলিয়ান ওপন, পাঁচবার ইউএস ওপেন এবং একবার ফ্রেঞ্চ ওপেন।

নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটা ছিল বাঁচা মরার। প্লে অফের দৌঁড়ে টিকে থাকার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ জেতার বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজিটির সামনে। জয়ের সমীকরণ মেলাতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নিল হায়দার আলীর
১ ঘণ্টা আগে
বিপিএলে হুট করে অধিনায়ক পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে দুই ম্যাচের পরই নোয়াখালী এক্সপ্রেস বদলে ফেলে অধিনায়ক। সৈকত আলীর পরিবর্তে হায়দার আলীর কাঁধে নেতৃত্বভার তুলে দেয় নোয়াখালী। আর রংপুর রাইডার্স কি না অধিনায়ক পরিবর্তন করল শেষভাগে এসে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে