ক্রীড়া ডেস্ক

রোলাঁ গারোঁয় আরাইনা সাবালেঙ্কা হয়ে উঠেছেন রীতিমতো অপ্রতিরোধ্য! টেনিসের বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোনো সেটে হারেননি। আজ নারী এককে শেষ আটের লড়াইয়ে কিছুটা প্রতিরোধেরমুখে পড়তে হয়েছিল বেলারুশ তারকাকে। তবে শেষ পর্যন্ত বাধা টপকে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের কিনওয়েন ঝেংকে ৭-৬ (৭-৩),৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা।
কোর্ট ফিলিপ শাত্রিয়েরে সাবালেঙ্কা যদিও সরাসরি দুই সেটে জয় পেয়েছেন, তবে বেশ লড়াই করেই জিততে হয়েছে। প্রথম সেটে জিততে ৬৮ মিনিট লড়াই করতে হয়েছিল তাঁকে। পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে করেন প্রত্যাবর্তন। পরে টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ৭-৬ (৭-৩) গেমে। দ্বিতীয় সেট অবশ্য সহজেই জিতে নেন।
প্যারিসে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন সাবালেঙ্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছে তাঁকে। একটি সেটও না হেরে সেমিফাইনালে পৌঁছে সাবালেঙ্কা বললেন লড়াইটা সহজ ছিল না, ‘এটা ছিল সত্যিকারের একটা যুদ্ধ—আমি নিজেই জানি না কীভাবে প্রথম সেটে প্রত্যাবর্তন এলাম। কোর্টে যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’
আবারও ট্রফি জয়ের কথা উল্লেখ করে সাবালেঙ্কা বললেন, ‘আমরা সবাই এখানে একটাই লক্ষ্য নিয়ে এসেছি, সবাই সেই সুন্দর ট্রফিটা জিততে চায়। আমি খুব খুশি যে আবার একটা সুযোগ পেয়েছি, আরেকটা সেমিফাইনাল খেলতে পারছি—গতবারের চেয়ে এবার আরও ভালো করার জন্য।’ পরশু সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়োনতেক। ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-১,৭-৫ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের তারকা।

রোলাঁ গারোঁয় আরাইনা সাবালেঙ্কা হয়ে উঠেছেন রীতিমতো অপ্রতিরোধ্য! টেনিসের বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোনো সেটে হারেননি। আজ নারী এককে শেষ আটের লড়াইয়ে কিছুটা প্রতিরোধেরমুখে পড়তে হয়েছিল বেলারুশ তারকাকে। তবে শেষ পর্যন্ত বাধা টপকে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের কিনওয়েন ঝেংকে ৭-৬ (৭-৩),৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা।
কোর্ট ফিলিপ শাত্রিয়েরে সাবালেঙ্কা যদিও সরাসরি দুই সেটে জয় পেয়েছেন, তবে বেশ লড়াই করেই জিততে হয়েছে। প্রথম সেটে জিততে ৬৮ মিনিট লড়াই করতে হয়েছিল তাঁকে। পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে করেন প্রত্যাবর্তন। পরে টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ৭-৬ (৭-৩) গেমে। দ্বিতীয় সেট অবশ্য সহজেই জিতে নেন।
প্যারিসে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন সাবালেঙ্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছে তাঁকে। একটি সেটও না হেরে সেমিফাইনালে পৌঁছে সাবালেঙ্কা বললেন লড়াইটা সহজ ছিল না, ‘এটা ছিল সত্যিকারের একটা যুদ্ধ—আমি নিজেই জানি না কীভাবে প্রথম সেটে প্রত্যাবর্তন এলাম। কোর্টে যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’
আবারও ট্রফি জয়ের কথা উল্লেখ করে সাবালেঙ্কা বললেন, ‘আমরা সবাই এখানে একটাই লক্ষ্য নিয়ে এসেছি, সবাই সেই সুন্দর ট্রফিটা জিততে চায়। আমি খুব খুশি যে আবার একটা সুযোগ পেয়েছি, আরেকটা সেমিফাইনাল খেলতে পারছি—গতবারের চেয়ে এবার আরও ভালো করার জন্য।’ পরশু সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়োনতেক। ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-১,৭-৫ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের তারকা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভ
২৪ মিনিট আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
১ ঘণ্টা আগে