
ঢাকা: বারবোরা ক্রেজচিকোভা—কয়েক দিন আগেও ছিল অপরিচিত এক নাম। যাঁরা নিয়মিত টেনিসের খোঁজ রাখেন, তাঁদের কাছেও হয়তো এই নাম নিয়ে তেমন আগ্রহ ছিল না। অবাছাই ক্রেজচিকোভা কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালও যে খেলেননি! কিন্তু সেই ক্রেজচিকোভাই আজ রোঁলা গাঁরোতে নিজের ঝান্ডা ওড়ালেন। তিন সেটের লড়াইয়ে আনাস্তিসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬–১, ৬–২ ও ৬–৪ গেমে হারিয়ে জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপা জিতে আবেগতাড়িত হয়ে পড়লেন, কিছুতেই কান্না আটকাতে পারছিলেন না ক্রেজচিকোভা। এই চেক তারকার সঙ্গে কেঁদেছেন তাঁর কোচও। শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে ক্রেজচিকোভা বলেন, ‘আমি আমার কোচ, চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এইমাত্র যা হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না!’
রোঁলা গাঁরোর ফাইনালে দাপটের সঙ্গে শুরু করেন ক্রেজচিকোভা । রাশান প্রতিপক্ষকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি এই চেক তারকা। একের পর এক সার্ভ ব্রেক করে ৬–১ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা জবাব দেন পাভলিউচেঙ্কোভা। আক্রমণাত্মক টেনিস উপহার দিয়ে এগিয়ে যান ৪–১ গেমে। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পাভলিউচেঙ্কোভা সেই সেট জেতেন ৬–২ গেমে। শিরোপা নির্ধারণী সেটের শুরুতে লড়াইটা ছিল সমান সমান। পরে সেই সেট ৬–৪ গেমে জিতে নেন ক্রেজচিকোভাই।
বড় মাইলফলক সামনে রেখেই এ ম্যাচে লড়াইয়ে নেমেছিলেন ক্রেজচিকোভা ও পাভলিউচেঙ্কোভা। দুজনের সামনে সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। পাভিলউচেঙ্কোভাকে পেছনে ফেলে সেই মাইলফলক দখলে নেন ক্রেজচিকোভা। আগামী এক বছর লাল দুর্গের রানি হয়ে থাকছেন তিনিই।

ঢাকা: বারবোরা ক্রেজচিকোভা—কয়েক দিন আগেও ছিল অপরিচিত এক নাম। যাঁরা নিয়মিত টেনিসের খোঁজ রাখেন, তাঁদের কাছেও হয়তো এই নাম নিয়ে তেমন আগ্রহ ছিল না। অবাছাই ক্রেজচিকোভা কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালও যে খেলেননি! কিন্তু সেই ক্রেজচিকোভাই আজ রোঁলা গাঁরোতে নিজের ঝান্ডা ওড়ালেন। তিন সেটের লড়াইয়ে আনাস্তিসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬–১, ৬–২ ও ৬–৪ গেমে হারিয়ে জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপা জিতে আবেগতাড়িত হয়ে পড়লেন, কিছুতেই কান্না আটকাতে পারছিলেন না ক্রেজচিকোভা। এই চেক তারকার সঙ্গে কেঁদেছেন তাঁর কোচও। শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে ক্রেজচিকোভা বলেন, ‘আমি আমার কোচ, চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এইমাত্র যা হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না!’
রোঁলা গাঁরোর ফাইনালে দাপটের সঙ্গে শুরু করেন ক্রেজচিকোভা । রাশান প্রতিপক্ষকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি এই চেক তারকা। একের পর এক সার্ভ ব্রেক করে ৬–১ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা জবাব দেন পাভলিউচেঙ্কোভা। আক্রমণাত্মক টেনিস উপহার দিয়ে এগিয়ে যান ৪–১ গেমে। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পাভলিউচেঙ্কোভা সেই সেট জেতেন ৬–২ গেমে। শিরোপা নির্ধারণী সেটের শুরুতে লড়াইটা ছিল সমান সমান। পরে সেই সেট ৬–৪ গেমে জিতে নেন ক্রেজচিকোভাই।
বড় মাইলফলক সামনে রেখেই এ ম্যাচে লড়াইয়ে নেমেছিলেন ক্রেজচিকোভা ও পাভলিউচেঙ্কোভা। দুজনের সামনে সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। পাভিলউচেঙ্কোভাকে পেছনে ফেলে সেই মাইলফলক দখলে নেন ক্রেজচিকোভা। আগামী এক বছর লাল দুর্গের রানি হয়ে থাকছেন তিনিই।

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৪ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে