
চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’
শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’
কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’

চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’
শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’
কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
৩ ঘণ্টা আগে