ক্রীড়া ডেস্ক
শৈশবে ফর্মুলা ওয়ান দেখতেই বেশি ভালো লাগত ইয়ানিক সিনারের। মাঝে মধ্যে আবার ছুটে যেতেন মিলানে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের পাঁড় ভক্তও তিনি। এর মধ্যে কখন যে টেনিসের প্রেমে পড়া। এই অঙ্গনে তাঁর আইডল আবার রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। এর মধ্যে রজার অনেক আগেই ছেড়েছেন টেনিস। জোকো এখনো খেললেও এবার চোটে পড়ে আর ফাইনালে যাওয়া হয়নি। আজ মেলবোর্নে আরও একবার গ্র্যান্ড স্ল্যাম ট্রফিটা উঁচিয়ে ধরলেন সিনার। রড লেভার অ্যারেনায় আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৭-৪),৬-৩ গেমে হারিয়েছেন এই ইতালিয়ান।
গত বছর এই কোর্টেই তাঁর কাছে হেরেছিল দানিল মেদভেদেভ। যেটা ছিল সিনারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর একই বছর ইউএস ওপেনেও চমক দেখান তিনি। হাতে তোলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। যদিও ফ্রেঞ্চ ওপেনে একই পথে ছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে কার্লোস আলকারাসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিনারের। এবার আর ভুল করেননি। এ নিয়ে টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। ইতালিয়ান হিসেবে এমন রেকর্ড আর কারও নেই।
এখানেই শেষ নয়, ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবেও তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বাদ পেলেন সিনার। রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছেন। নাদাল ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন। মেলবোর্ন পার্কে টানা দুটি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় সিনার। এর আগে এই কীর্তি গড়েছেন আন্দ্রে আগাসি, ফেদেরার আর জোকোভিচ।
সিনারের এমন সাফল্যে উচ্ছ্বসিত নাদাল-আলকারাসরা। টুইটারে অভিনন্দন জানিয়েছেন তাঁরা। আর সিনার প্রশংসার মালা জড়ান তাঁর কোচিং স্টাফদের গলায়, ‘এমন প্রাপ্তি সত্যিই আনন্দের। তবে এটার জন্য আমি দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এ পর্যায়ে আসতে তাঁদের অবদান অনেক। সবাই মিলে আমরা দল হয়ে কাজ করেছি। আমার পরিবারও আমাকে সমর্থন জুগিয়েছে।’
সিনারের আনন্দের বিপরীতে জভেরেভের হতাশা যেন আরও বাড়ল। মেলবোর্নের পোডিয়ামে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়েছেন এই জার্মান তারকা। তবে চ্যাম্পিয়ন হওয়া সিনারকে অভিবাদন জানাতে ভুল করেননি, ‘সিনারকে অভিনন্দন! এই শিরোপা তারই প্রাপ্য। সে এখন বিশ্বের নাম্বার ওয়ান তারকা।’
একটা দিক থেকে সিনার পুরোই ব্যতিক্রম। দলের কোচিং স্টাফদের একেবারে পরিবার মনে করেন তিনি। ম্যাচ জেতার পরই দৌড়ে গ্যালারির দিকে ছুটে যান। যেখানে স্টাফদের আলিঙ্গন করে পিঠ চাপড়ে দেন। এরপর ট্রফি হাতে তাদের নিয়েই ফটোসেশন পর্বটা সেরেছেন সিনার।
শৈশবে ফর্মুলা ওয়ান দেখতেই বেশি ভালো লাগত ইয়ানিক সিনারের। মাঝে মধ্যে আবার ছুটে যেতেন মিলানে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের পাঁড় ভক্তও তিনি। এর মধ্যে কখন যে টেনিসের প্রেমে পড়া। এই অঙ্গনে তাঁর আইডল আবার রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। এর মধ্যে রজার অনেক আগেই ছেড়েছেন টেনিস। জোকো এখনো খেললেও এবার চোটে পড়ে আর ফাইনালে যাওয়া হয়নি। আজ মেলবোর্নে আরও একবার গ্র্যান্ড স্ল্যাম ট্রফিটা উঁচিয়ে ধরলেন সিনার। রড লেভার অ্যারেনায় আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৭-৪),৬-৩ গেমে হারিয়েছেন এই ইতালিয়ান।
গত বছর এই কোর্টেই তাঁর কাছে হেরেছিল দানিল মেদভেদেভ। যেটা ছিল সিনারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর একই বছর ইউএস ওপেনেও চমক দেখান তিনি। হাতে তোলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। যদিও ফ্রেঞ্চ ওপেনে একই পথে ছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে কার্লোস আলকারাসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিনারের। এবার আর ভুল করেননি। এ নিয়ে টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। ইতালিয়ান হিসেবে এমন রেকর্ড আর কারও নেই।
এখানেই শেষ নয়, ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবেও তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বাদ পেলেন সিনার। রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছেন। নাদাল ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন। মেলবোর্ন পার্কে টানা দুটি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় সিনার। এর আগে এই কীর্তি গড়েছেন আন্দ্রে আগাসি, ফেদেরার আর জোকোভিচ।
সিনারের এমন সাফল্যে উচ্ছ্বসিত নাদাল-আলকারাসরা। টুইটারে অভিনন্দন জানিয়েছেন তাঁরা। আর সিনার প্রশংসার মালা জড়ান তাঁর কোচিং স্টাফদের গলায়, ‘এমন প্রাপ্তি সত্যিই আনন্দের। তবে এটার জন্য আমি দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এ পর্যায়ে আসতে তাঁদের অবদান অনেক। সবাই মিলে আমরা দল হয়ে কাজ করেছি। আমার পরিবারও আমাকে সমর্থন জুগিয়েছে।’
সিনারের আনন্দের বিপরীতে জভেরেভের হতাশা যেন আরও বাড়ল। মেলবোর্নের পোডিয়ামে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়েছেন এই জার্মান তারকা। তবে চ্যাম্পিয়ন হওয়া সিনারকে অভিবাদন জানাতে ভুল করেননি, ‘সিনারকে অভিনন্দন! এই শিরোপা তারই প্রাপ্য। সে এখন বিশ্বের নাম্বার ওয়ান তারকা।’
একটা দিক থেকে সিনার পুরোই ব্যতিক্রম। দলের কোচিং স্টাফদের একেবারে পরিবার মনে করেন তিনি। ম্যাচ জেতার পরই দৌড়ে গ্যালারির দিকে ছুটে যান। যেখানে স্টাফদের আলিঙ্গন করে পিঠ চাপড়ে দেন। এরপর ট্রফি হাতে তাদের নিয়েই ফটোসেশন পর্বটা সেরেছেন সিনার।
২০১৮ সালে টেস্টে পথচলা শুরু আয়ারল্যান্ডের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ৭ ম্যাচের ৭ টিতেই হেরেছিল তারা। সেই আইরিশরা টেস্টে করল জয়ের হ্যাটট্রিক। ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিম্বাবুয়েকে এবার তাদের মাঠে ধরাশায়ী করল আইরিশরা।
২ ঘণ্টা আগেমিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে শুরু থেকেই ছিলেন ব্যাটার সৌম্য সরকার। আজও শুরু থেকে ব্যাট করছিলেন। মাঝ উইকেটের পাশের উন্মুক্ত নেটে বোলিং করেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। মৃত্যুঞ্জয়ের বাউন্সার সামলাতে গিয়ে ডান আঙ্গুলে বল লাগে এই বাঁহাতি ওপেনারের। চোটের তীব্রতায় ব্যাট ছুড়ে সোজা
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির এক সূত্র জানিয়েছে, হাসান মাহমুদ একা নন, বোর্ড নিজ খরচে আরও তিন-চার পেসারকে প্রস্তুতি ক্যাম্পে যুক্ত করছে।
৩ ঘণ্টা আগেস্বপ্নের অভিষেক হয়তো একেই বলে। ম্যাথু ব্রিটজকে সেঞ্চুরি তো করেছেনই, ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডও। লাহোরে নিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার।
৩ ঘণ্টা আগে