
পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ইউএস ওপেন জেতার রেকর্ড গড়লেন ইগা সিয়াতেক। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ওনস জাবিরকে সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন তিনি।
সিয়াতেক আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লক্ষ্যে নেমে প্রথম সেটে লড়াইয়ের কোনো সুযোগই দেননি জাবিরকে। তিনি ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জাবির। তিউনিসিয়ার নারী টেনিস তারকা টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান সিয়াতেকের কাছে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনের নতুন রানি হলেন সিয়াতেক।
ফ্ল্যাশিং মিডোতে জেতার পর ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘এটি এমন কিছু, যা আশা করিনি। আমি গর্বিত, একটু অবাকও। তবে এটি জিততে পেরে খুশি। কারণ টুর্নামেন্ট শুরুর আগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।’
দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন জাবির। কিন্তু দুবারেই হতাশা সঙ্গী হয়েছে তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লামে হেরে তিনি বলেছেন, ‘সিয়াতেক সত্যি নিজের মানকে অনেক উঁচুতে নিয়েছে। এটা আমাদের খেলার জন্য ভালো। আমার কাজ চালিয়ে যাব এবং আশা করি তাকে ধরতে পারব। নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করব। আর মনে হচ্ছে, নতুন মৌসুমে ভালো কিছু করতে পারব।’
পোল্যান্ডের নারী টেনিস ইতিহাসের অনেক প্রথমের সঙ্গেই সিয়াতেকের নাম জড়িয়ে রয়েছে। ২০২০ সালে দেশটির প্রথম নারী হিসেবে জিতেছিলেন টেনিস গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের প্রথম অ্যালবামটি জিতেছিলেন ফরাসি ওপেনে। এরপর এ বছর দ্বিতীয়বারের মতো জেতেন লাল দুর্গে। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে এবার ইউএস ওপেনের ফাইনালে খেলার রেকর্ড গড়েছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি সিয়াতেক। ফাইনালে জাবিরকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও।

পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ইউএস ওপেন জেতার রেকর্ড গড়লেন ইগা সিয়াতেক। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ওনস জাবিরকে সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন তিনি।
সিয়াতেক আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লক্ষ্যে নেমে প্রথম সেটে লড়াইয়ের কোনো সুযোগই দেননি জাবিরকে। তিনি ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জাবির। তিউনিসিয়ার নারী টেনিস তারকা টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান সিয়াতেকের কাছে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনের নতুন রানি হলেন সিয়াতেক।
ফ্ল্যাশিং মিডোতে জেতার পর ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘এটি এমন কিছু, যা আশা করিনি। আমি গর্বিত, একটু অবাকও। তবে এটি জিততে পেরে খুশি। কারণ টুর্নামেন্ট শুরুর আগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।’
দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন জাবির। কিন্তু দুবারেই হতাশা সঙ্গী হয়েছে তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লামে হেরে তিনি বলেছেন, ‘সিয়াতেক সত্যি নিজের মানকে অনেক উঁচুতে নিয়েছে। এটা আমাদের খেলার জন্য ভালো। আমার কাজ চালিয়ে যাব এবং আশা করি তাকে ধরতে পারব। নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করব। আর মনে হচ্ছে, নতুন মৌসুমে ভালো কিছু করতে পারব।’
পোল্যান্ডের নারী টেনিস ইতিহাসের অনেক প্রথমের সঙ্গেই সিয়াতেকের নাম জড়িয়ে রয়েছে। ২০২০ সালে দেশটির প্রথম নারী হিসেবে জিতেছিলেন টেনিস গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের প্রথম অ্যালবামটি জিতেছিলেন ফরাসি ওপেনে। এরপর এ বছর দ্বিতীয়বারের মতো জেতেন লাল দুর্গে। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে এবার ইউএস ওপেনের ফাইনালে খেলার রেকর্ড গড়েছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি সিয়াতেক। ফাইনালে জাবিরকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে