ক্রীড়া ডেস্ক

আগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
গতকাল পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার সরাসরি সেটে হারিয়ে দেন অষ্টম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। সিনার জেতেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে। আরেক কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে হারান ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।
আগের দিন জোকোভিচ-আলকারাজ শেষ আটের লড়াইটিকে যে কাব্যিক ম্যাচের রূপ দিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেনি সিনার-ডি মিনাউরের লড়াই। আসলে সিনারকে সেভাবে চ্যালেঞ্জেই ফেলতে পারেননি স্বাগতিক প্রতিযোগী ডি মিনাউর। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন পেয়েছেন তিনি। পয়েন্ট জিতলেই সমর্থকেরা হর্ষধ্বনি দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ম্যাচের স্কোরলাইনই বলছে, সিনারের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডি মিনাউর। ফলে সহজ জয়ই পেয়েছেন সিনার।
আলকারাস বিদায় নেওয়ার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সম্ভাব্য চ্যালেঞ্জার ভাবা হচ্ছে সিনারকেই। নিজ নিজ সেমিফাইনাল জয়ী হলে ফাইনালেই দেখা হয়ে যাবে জোকোভিচ-সিনারের।
ছেলেদের মতো মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেকের বিপক্ষে। প্রথম সেমিফাইনালের লাইনআপ আগের দিনই ঠিক হয়েছিল, যেখানে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন স্পেনের ১১তম বাছাই পলা বাদোসার বিপক্ষে।

আগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
গতকাল পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনার সরাসরি সেটে হারিয়ে দেন অষ্টম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। সিনার জেতেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে। আরেক কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪) গেমে হারান ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।
আগের দিন জোকোভিচ-আলকারাজ শেষ আটের লড়াইটিকে যে কাব্যিক ম্যাচের রূপ দিয়েছিলেন, তার ধারেকাছেও যেতে পারেনি সিনার-ডি মিনাউরের লড়াই। আসলে সিনারকে সেভাবে চ্যালেঞ্জেই ফেলতে পারেননি স্বাগতিক প্রতিযোগী ডি মিনাউর। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন পেয়েছেন তিনি। পয়েন্ট জিতলেই সমর্থকেরা হর্ষধ্বনি দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ম্যাচের স্কোরলাইনই বলছে, সিনারের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডি মিনাউর। ফলে সহজ জয়ই পেয়েছেন সিনার।
আলকারাস বিদায় নেওয়ার পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সম্ভাব্য চ্যালেঞ্জার ভাবা হচ্ছে সিনারকেই। নিজ নিজ সেমিফাইনাল জয়ী হলে ফাইনালেই দেখা হয়ে যাবে জোকোভিচ-সিনারের।
ছেলেদের মতো মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াতেকের বিপক্ষে। প্রথম সেমিফাইনালের লাইনআপ আগের দিনই ঠিক হয়েছিল, যেখানে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন স্পেনের ১১তম বাছাই পলা বাদোসার বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে