Ajker Patrika

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে জোকোভিচ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫০
ইতিহাস থেকে এক ম্যাচ দূরে জোকোভিচ

সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভক ৩-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। এ বছর এরই মধ্যে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। আর এক ধাপ পেরোলেই বছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি। 

ইতিহাস রচনার পথে ফাইনালে জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদকে। তবে সেমিফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিল না জোকোভিচের জন্য। প্রথম সেটেই জভেরেভের কাছে হেরে যান ৪-৬ গেমে। তবে পরের দুই সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। জিতে নেন ৬-২ ও ৬-৪ গেমে। এখান থেকে লিড নেন জোকোভিচ। তবে চতুর্থ সেট আবার ৪-৬ গেমে জিতে নেন জভেরেভ। 

ম্যাচ নির্ধারণী শেষ সেটে আর পেরে ওঠেননি চতুর্থ বাছাই জভেরেভ। শেষ সেটটি ৬-২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই মুহূর্তে টেনিসের নাম্বার ওয়ান জোকোভিচ। 

ইতিহাসের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। ফাইনাল জিতলেই ষষ্ঠবার ও পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি। এর আগে এই এ কৃতিত্ব দেখিয়েছেন স্টেফানি গ্রাফ (১৯৮৮), মার্গারেট কোর্ট (১৯৭০), মরিন কনোলি (১৯৫৩), ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২,১৯৬৯)। 

অন্যদিকে আরেক সেমিফাইনালে জিতেছেন দুই নম্বর বাছাই মেদভেদ। ফাইনালে জায়গা করে নিতে তাঁকে অবশ্য তেমন বেগ পেতে হয়নি। ১২ নম্বর বাছাই কানাডীয় ফেলিক্স অগার অ্যালিয়াসিমের বিপক্ষে সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর ৭-৫ ও ৬-২ গেমে পরের দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মেদভেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ