
অভিজ্ঞ নোভাক জোকোভিচ, আর নতুন প্রজন্মের কেতন ওড়ানো কার্লোস আলকারাসের স্বপ্নের ফাইনাল এবার আর ফ্ল্যাশিং মিডোয় হচ্ছে না। শুরু থেকে সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছিল। কিন্তু সেমিফাইনালের বৈতরণি আর উতরাতে পারলেন না স্প্যানিশ আলকারাস। তাঁর আর ফাইনালের মাঝে দেয়াল তুলে দিলেন রাশিয়ার দানিল মেদভেদেভ। গতকাল মধ্যরাতে ৭-৬ (৭ /৩),৬-১, ৩-৬,৬-৩ গেমে শীর্ষ বাছাই আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠেছেন তৃতীয় বাছাই মেদভেদেভ।
সোমবারের পুরুষ এককের ফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই, ২৪ তম গ্র্যান্ড স্লাম শিরোপা প্রত্যাশী নোভাক জোকোভিচ। সেমিফাইনালে যিনি গতকাল ৬-৩,৬-২, ৭-৬ (৭ /৪) গেমে হারিয়ে দিয়েছেন স্বাগতিক প্রতিযোগী ব্ল্যাক শেলটনকে। এই জয়ে অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছরের সব কটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা খেলোয়াড় এখন তিনিই।
ফাইনালে উঠে ২৭ বছর বয়সী মেদভেদেভ কোনো রেকর্ড গড়েননি। তবে এই বছরটাকে এরই মধ্যে নিজের অর্জনের সেরা বছরের রূপ দিয়েছেন। দুটি ১০০০ মাস্টার্স জিতেছেন, সব শুদ্ধ এটিপি শিরোপা ৫ টি। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালেও খেলেছেন, এবার উঠলেন ইউএস ওপেনের ফাইনালেও। এই ফাইনালে কে জিতবে সেটি পরের কথা, তবে সেমিফাইনালে আলকারাসের বিপক্ষে যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন, তাতে জোকোর ২৪ শিরোপার পথে তিনি যে কাঁটা হয়ে দাঁড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। সেমিফাইনালে অবিশ্বাস্য খেলেছেন মেদভেদেভ। নিজের পারফরম্যান্সে মুগ্ধ মেদভেদেভই, ‘ভেবেছিলাম ১০ নম্বরের মধ্যে ১১ তুলতে হবে। কিন্তু আমি ১০–এর মধ্যে ১২ তুলেছি, শুধু তৃতীয় সেটটি বাদে। সত্যি বলতে, আলকারাস অবিশ্বাস্য খেলোয়াড়! তাকে হারাতে নিজের সামর্থ্যেরও বেশি দিতে হয় এবং আমি সেটাই দিয়েছি।’
আর ফাইনালে উঠে জোকোভিচ বলছেন, ‘আরও একটি গ্র্যান্ড স্লাম ফাইনাল। তবে আমি এখানে দাঁড়িয়েই খুশি হতে চাই না।’ ফাইনাল জিতলে নিজেকে নতুন উচ্চতায় তুলবেন জোকোভিচ, ছুঁয়ে ফেলবেন নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী মার্গারেট কোর্টকে।

অভিজ্ঞ নোভাক জোকোভিচ, আর নতুন প্রজন্মের কেতন ওড়ানো কার্লোস আলকারাসের স্বপ্নের ফাইনাল এবার আর ফ্ল্যাশিং মিডোয় হচ্ছে না। শুরু থেকে সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছিল। কিন্তু সেমিফাইনালের বৈতরণি আর উতরাতে পারলেন না স্প্যানিশ আলকারাস। তাঁর আর ফাইনালের মাঝে দেয়াল তুলে দিলেন রাশিয়ার দানিল মেদভেদেভ। গতকাল মধ্যরাতে ৭-৬ (৭ /৩),৬-১, ৩-৬,৬-৩ গেমে শীর্ষ বাছাই আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠেছেন তৃতীয় বাছাই মেদভেদেভ।
সোমবারের পুরুষ এককের ফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই, ২৪ তম গ্র্যান্ড স্লাম শিরোপা প্রত্যাশী নোভাক জোকোভিচ। সেমিফাইনালে যিনি গতকাল ৬-৩,৬-২, ৭-৬ (৭ /৪) গেমে হারিয়ে দিয়েছেন স্বাগতিক প্রতিযোগী ব্ল্যাক শেলটনকে। এই জয়ে অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছরের সব কটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা খেলোয়াড় এখন তিনিই।
ফাইনালে উঠে ২৭ বছর বয়সী মেদভেদেভ কোনো রেকর্ড গড়েননি। তবে এই বছরটাকে এরই মধ্যে নিজের অর্জনের সেরা বছরের রূপ দিয়েছেন। দুটি ১০০০ মাস্টার্স জিতেছেন, সব শুদ্ধ এটিপি শিরোপা ৫ টি। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালেও খেলেছেন, এবার উঠলেন ইউএস ওপেনের ফাইনালেও। এই ফাইনালে কে জিতবে সেটি পরের কথা, তবে সেমিফাইনালে আলকারাসের বিপক্ষে যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন, তাতে জোকোর ২৪ শিরোপার পথে তিনি যে কাঁটা হয়ে দাঁড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। সেমিফাইনালে অবিশ্বাস্য খেলেছেন মেদভেদেভ। নিজের পারফরম্যান্সে মুগ্ধ মেদভেদেভই, ‘ভেবেছিলাম ১০ নম্বরের মধ্যে ১১ তুলতে হবে। কিন্তু আমি ১০–এর মধ্যে ১২ তুলেছি, শুধু তৃতীয় সেটটি বাদে। সত্যি বলতে, আলকারাস অবিশ্বাস্য খেলোয়াড়! তাকে হারাতে নিজের সামর্থ্যেরও বেশি দিতে হয় এবং আমি সেটাই দিয়েছি।’
আর ফাইনালে উঠে জোকোভিচ বলছেন, ‘আরও একটি গ্র্যান্ড স্লাম ফাইনাল। তবে আমি এখানে দাঁড়িয়েই খুশি হতে চাই না।’ ফাইনাল জিতলে নিজেকে নতুন উচ্চতায় তুলবেন জোকোভিচ, ছুঁয়ে ফেলবেন নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী মার্গারেট কোর্টকে।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে