
ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!

ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে