স্পোর্টস ডেস্ক

২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ব্রিসবেন। ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্টেডিয়াম পুননির্মাণে দেওয়া হবে ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি ৬৬০৭ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আয়োজকদের নিলামে ব্রিসবানের নাম তোলাও হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে আয়োজকের নাম ঘোষণা করা হবে।
কুইন্সল্যান্ড রাজ্য সরকারপ্রধান অ্যানাস্টাসিয়া প্যালাসজুক বলেছেন, গ্যাবা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪২ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। সংস্কারে খরচ পড়বে ৬৬০৭ কোটি টাকা।
দর্শকদের মাঠে প্রবেশের সুবিধার্থে পেডেস্ট্রিয়ান প্লাজা নির্মাণ করা হবে। প্লাজার সঙ্গে নদী সংযোগকারী সেতুটি এখনো নির্মাণাধীন। প্রধান স্টেডিয়ামের সঙ্গে ২ কিলোমিটার একটি ‘সিবিডি’ বানানো হবে। এতে পুরো ব্রিসবেন শহরের হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে অথবা ভেতরে বসে খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে হাজারো মানুষ শহরের আলবার্ট স্টেশন থেকে ট্রেনে চড়ে দু-তিন মিনিটে স্টেডিয়ামে পৌঁছাবে। এটা প্রবীণ ও প্রতিবন্ধীদের খুব উপকারে আসবে।
পেডেস্ট্রিয়ান প্লাজায় কনসার্ট আয়োজনে ভূমিকা রাখবে। অ্যানাস্টাসিয়া বলেছেন, ‘নদীতীরে বসে অসংখ্য দর্শক বড় পর্দায় খেলা উপভোগ করবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘১৮৯৫ থেকে গ্যাবা খেলাধুলার ঘর হিসেবে পরিচিত । ২০৩২ অলিম্পিকের আয়োজক হলে গ্যাবার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘গ্যাবা অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টেডিয়াম। কুইন্সল্যান্ড সরকার মাঠের উন্নয়নে কাজ করছে দেখে আমরা খুব খুশি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট এমারসন গত মাসে ব্রিসবেনকে অলিম্পিক নিলামে তুলতে অনুদান দেন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানান। ২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ব্রিসবেন এগিয়ে থাকলেও দক্ষিণ সিউল ও পিয়ংইয়ং যৌথভাবে আয়োজন করতে আইওসিকে চিঠি দিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক টোকিওতে হবে। প্যারিসে হবে ২০২৪ অলিম্পিক। আর ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।

২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ব্রিসবেন। ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্টেডিয়াম পুননির্মাণে দেওয়া হবে ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি ৬৬০৭ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আয়োজকদের নিলামে ব্রিসবানের নাম তোলাও হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে আয়োজকের নাম ঘোষণা করা হবে।
কুইন্সল্যান্ড রাজ্য সরকারপ্রধান অ্যানাস্টাসিয়া প্যালাসজুক বলেছেন, গ্যাবা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪২ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। সংস্কারে খরচ পড়বে ৬৬০৭ কোটি টাকা।
দর্শকদের মাঠে প্রবেশের সুবিধার্থে পেডেস্ট্রিয়ান প্লাজা নির্মাণ করা হবে। প্লাজার সঙ্গে নদী সংযোগকারী সেতুটি এখনো নির্মাণাধীন। প্রধান স্টেডিয়ামের সঙ্গে ২ কিলোমিটার একটি ‘সিবিডি’ বানানো হবে। এতে পুরো ব্রিসবেন শহরের হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে অথবা ভেতরে বসে খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে হাজারো মানুষ শহরের আলবার্ট স্টেশন থেকে ট্রেনে চড়ে দু-তিন মিনিটে স্টেডিয়ামে পৌঁছাবে। এটা প্রবীণ ও প্রতিবন্ধীদের খুব উপকারে আসবে।
পেডেস্ট্রিয়ান প্লাজায় কনসার্ট আয়োজনে ভূমিকা রাখবে। অ্যানাস্টাসিয়া বলেছেন, ‘নদীতীরে বসে অসংখ্য দর্শক বড় পর্দায় খেলা উপভোগ করবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘১৮৯৫ থেকে গ্যাবা খেলাধুলার ঘর হিসেবে পরিচিত । ২০৩২ অলিম্পিকের আয়োজক হলে গ্যাবার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘গ্যাবা অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টেডিয়াম। কুইন্সল্যান্ড সরকার মাঠের উন্নয়নে কাজ করছে দেখে আমরা খুব খুশি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট এমারসন গত মাসে ব্রিসবেনকে অলিম্পিক নিলামে তুলতে অনুদান দেন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানান। ২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ব্রিসবেন এগিয়ে থাকলেও দক্ষিণ সিউল ও পিয়ংইয়ং যৌথভাবে আয়োজন করতে আইওসিকে চিঠি দিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক টোকিওতে হবে। প্যারিসে হবে ২০২৪ অলিম্পিক। আর ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ মিনিট আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১৮ মিনিট আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১ ঘণ্টা আগে