স্পোর্টস ডেস্ক

২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ব্রিসবেন। ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্টেডিয়াম পুননির্মাণে দেওয়া হবে ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি ৬৬০৭ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আয়োজকদের নিলামে ব্রিসবানের নাম তোলাও হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে আয়োজকের নাম ঘোষণা করা হবে।
কুইন্সল্যান্ড রাজ্য সরকারপ্রধান অ্যানাস্টাসিয়া প্যালাসজুক বলেছেন, গ্যাবা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪২ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। সংস্কারে খরচ পড়বে ৬৬০৭ কোটি টাকা।
দর্শকদের মাঠে প্রবেশের সুবিধার্থে পেডেস্ট্রিয়ান প্লাজা নির্মাণ করা হবে। প্লাজার সঙ্গে নদী সংযোগকারী সেতুটি এখনো নির্মাণাধীন। প্রধান স্টেডিয়ামের সঙ্গে ২ কিলোমিটার একটি ‘সিবিডি’ বানানো হবে। এতে পুরো ব্রিসবেন শহরের হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে অথবা ভেতরে বসে খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে হাজারো মানুষ শহরের আলবার্ট স্টেশন থেকে ট্রেনে চড়ে দু-তিন মিনিটে স্টেডিয়ামে পৌঁছাবে। এটা প্রবীণ ও প্রতিবন্ধীদের খুব উপকারে আসবে।
পেডেস্ট্রিয়ান প্লাজায় কনসার্ট আয়োজনে ভূমিকা রাখবে। অ্যানাস্টাসিয়া বলেছেন, ‘নদীতীরে বসে অসংখ্য দর্শক বড় পর্দায় খেলা উপভোগ করবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘১৮৯৫ থেকে গ্যাবা খেলাধুলার ঘর হিসেবে পরিচিত । ২০৩২ অলিম্পিকের আয়োজক হলে গ্যাবার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘গ্যাবা অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টেডিয়াম। কুইন্সল্যান্ড সরকার মাঠের উন্নয়নে কাজ করছে দেখে আমরা খুব খুশি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট এমারসন গত মাসে ব্রিসবেনকে অলিম্পিক নিলামে তুলতে অনুদান দেন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানান। ২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ব্রিসবেন এগিয়ে থাকলেও দক্ষিণ সিউল ও পিয়ংইয়ং যৌথভাবে আয়োজন করতে আইওসিকে চিঠি দিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক টোকিওতে হবে। প্যারিসে হবে ২০২৪ অলিম্পিক। আর ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।

২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ব্রিসবেন। ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্টেডিয়াম পুননির্মাণে দেওয়া হবে ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি ৬৬০৭ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আয়োজকদের নিলামে ব্রিসবানের নাম তোলাও হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে আয়োজকের নাম ঘোষণা করা হবে।
কুইন্সল্যান্ড রাজ্য সরকারপ্রধান অ্যানাস্টাসিয়া প্যালাসজুক বলেছেন, গ্যাবা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪২ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। সংস্কারে খরচ পড়বে ৬৬০৭ কোটি টাকা।
দর্শকদের মাঠে প্রবেশের সুবিধার্থে পেডেস্ট্রিয়ান প্লাজা নির্মাণ করা হবে। প্লাজার সঙ্গে নদী সংযোগকারী সেতুটি এখনো নির্মাণাধীন। প্রধান স্টেডিয়ামের সঙ্গে ২ কিলোমিটার একটি ‘সিবিডি’ বানানো হবে। এতে পুরো ব্রিসবেন শহরের হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে অথবা ভেতরে বসে খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে হাজারো মানুষ শহরের আলবার্ট স্টেশন থেকে ট্রেনে চড়ে দু-তিন মিনিটে স্টেডিয়ামে পৌঁছাবে। এটা প্রবীণ ও প্রতিবন্ধীদের খুব উপকারে আসবে।
পেডেস্ট্রিয়ান প্লাজায় কনসার্ট আয়োজনে ভূমিকা রাখবে। অ্যানাস্টাসিয়া বলেছেন, ‘নদীতীরে বসে অসংখ্য দর্শক বড় পর্দায় খেলা উপভোগ করবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘১৮৯৫ থেকে গ্যাবা খেলাধুলার ঘর হিসেবে পরিচিত । ২০৩২ অলিম্পিকের আয়োজক হলে গ্যাবার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘গ্যাবা অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টেডিয়াম। কুইন্সল্যান্ড সরকার মাঠের উন্নয়নে কাজ করছে দেখে আমরা খুব খুশি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট এমারসন গত মাসে ব্রিসবেনকে অলিম্পিক নিলামে তুলতে অনুদান দেন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানান। ২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ব্রিসবেন এগিয়ে থাকলেও দক্ষিণ সিউল ও পিয়ংইয়ং যৌথভাবে আয়োজন করতে আইওসিকে চিঠি দিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক টোকিওতে হবে। প্যারিসে হবে ২০২৪ অলিম্পিক। আর ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১৭ মিনিট আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে