
এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’

এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে