
এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’

এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে