আজকের পত্রিকা ডেস্ক

৭ মাস পর মাওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে ফিরেছে হকি। আজ ছিল ফাইনাল। কিন্তু ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে প্রশ্নবিদ্ধ মাঠের রেফারিং! এক পেনাল্টি না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনী আর নৌ বাহিনীর খেলোয়াড়েরা তুমুল বিতর্কে জড়ান। এমনকি শেষ বাঁশির পর নৌ বাহিনীর কয়েকজন মেজাজ হারিয়ে তেড়ে যান রেফারিদের দিকেও।
এ ব্যাপারটি ভালোভাবে নেননি হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। ম্যাচের পর নিয়মনীতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটা খুবই অপ্রত্যাশিত। হয়তো একটা বিষয় নিয়ে তর্ক হতে পারে, কিন্তু রেফারিকে মারতে আসা এটা তো মানা যায় না। যে খেলোয়াড় এমন আচরণ করেছে তার হকির প্রতি সম্মান নেই। নিজ দলের প্রতিও নেই। রেফারি রিপোর্ট দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
মাঠের লড়াইয়েও ছিল উত্তাপ। এ দিন শুরু থেকে দাপট দেখায় বিমানবাহিনী। তবে নৌ বাহিনীও হাল ছাড়েনি। একপর্যায়ে স্কোর ৪-৪ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচটা ৫-৪ গোলে বিমানবাহিনীর কাছে হেরে ট্রফি হাতছাড়া করে নৌ বাহিনী। তবে শেষ মুহূর্তে পেনাল্টি চেয়ে না পাওয়ায় নাখোশ হন নৌ বাহিনীর খেলোয়াড়েরা। যেমন আভাস মিলল দলটির অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কথায়, ‘পেনাল্টিটা কেন দিলেন না রেফারি জানি না। তবে ম্যাচে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।’
এ দিকে বিজয় দিবস হকিতে স্টিক হাতে আলো ছড়িয়ে সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ। সেরা হওয়ার আনন্দ নিয়ে প্রতি বছর লিগ আয়োজনের কথা বললেন টুর্নামেন্টে ৮ গোল করা সবুজ, ‘সত্যি বলতে আমরা যারা বাহিনীতে আছি তাদের তো রুজির ব্যবস্থা আছে। কিন্তু বাইরে যারা আছে তাঁদের কোনো রুজিরোজগারের পথ থাকে না। তাদের অনেকেই আবার ভালো খেলোয়াড়। সে ক্ষেত্রে প্রতি বছর যদি একটা করে লিগ হয় এরপর ফ্র্যাঞ্চাইজি লিগটাও নিয়মিত হয় তাহলে সবার জন্যই ইতিবাচক। বিশেষ করে বাহিনীর বাইরের যারা তাদের জন্যও ভালো। সে জন্য আমার চাওয়া থাকবে যেন প্রতি বছর লিগ হয়। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলে বিদেশি অনেক খেলোয়াড়ও আসে। তাদের সঙ্গে খেললে আমাদের অভিজ্ঞতা বাড়ে, নতুন অনেক কিছু নিয়ে ধারণা পাই।’

৭ মাস পর মাওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে ফিরেছে হকি। আজ ছিল ফাইনাল। কিন্তু ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে প্রশ্নবিদ্ধ মাঠের রেফারিং! এক পেনাল্টি না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনী আর নৌ বাহিনীর খেলোয়াড়েরা তুমুল বিতর্কে জড়ান। এমনকি শেষ বাঁশির পর নৌ বাহিনীর কয়েকজন মেজাজ হারিয়ে তেড়ে যান রেফারিদের দিকেও।
এ ব্যাপারটি ভালোভাবে নেননি হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। ম্যাচের পর নিয়মনীতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটা খুবই অপ্রত্যাশিত। হয়তো একটা বিষয় নিয়ে তর্ক হতে পারে, কিন্তু রেফারিকে মারতে আসা এটা তো মানা যায় না। যে খেলোয়াড় এমন আচরণ করেছে তার হকির প্রতি সম্মান নেই। নিজ দলের প্রতিও নেই। রেফারি রিপোর্ট দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
মাঠের লড়াইয়েও ছিল উত্তাপ। এ দিন শুরু থেকে দাপট দেখায় বিমানবাহিনী। তবে নৌ বাহিনীও হাল ছাড়েনি। একপর্যায়ে স্কোর ৪-৪ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচটা ৫-৪ গোলে বিমানবাহিনীর কাছে হেরে ট্রফি হাতছাড়া করে নৌ বাহিনী। তবে শেষ মুহূর্তে পেনাল্টি চেয়ে না পাওয়ায় নাখোশ হন নৌ বাহিনীর খেলোয়াড়েরা। যেমন আভাস মিলল দলটির অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কথায়, ‘পেনাল্টিটা কেন দিলেন না রেফারি জানি না। তবে ম্যাচে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।’
এ দিকে বিজয় দিবস হকিতে স্টিক হাতে আলো ছড়িয়ে সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ। সেরা হওয়ার আনন্দ নিয়ে প্রতি বছর লিগ আয়োজনের কথা বললেন টুর্নামেন্টে ৮ গোল করা সবুজ, ‘সত্যি বলতে আমরা যারা বাহিনীতে আছি তাদের তো রুজির ব্যবস্থা আছে। কিন্তু বাইরে যারা আছে তাঁদের কোনো রুজিরোজগারের পথ থাকে না। তাদের অনেকেই আবার ভালো খেলোয়াড়। সে ক্ষেত্রে প্রতি বছর যদি একটা করে লিগ হয় এরপর ফ্র্যাঞ্চাইজি লিগটাও নিয়মিত হয় তাহলে সবার জন্যই ইতিবাচক। বিশেষ করে বাহিনীর বাইরের যারা তাদের জন্যও ভালো। সে জন্য আমার চাওয়া থাকবে যেন প্রতি বছর লিগ হয়। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলে বিদেশি অনেক খেলোয়াড়ও আসে। তাদের সঙ্গে খেললে আমাদের অভিজ্ঞতা বাড়ে, নতুন অনেক কিছু নিয়ে ধারণা পাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে