Ajker Patrika

কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, উত্তাল দিল্লি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭: ৫৪
কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, উত্তাল দিল্লি

ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রধান ও অন্যান্য কোচদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দেশটির শীর্ষস্থানীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে রাজধানী দিল্লীতে।

ডব্লিউএফআই সভাপতি ব্রিজি ভূষণ সিং এবং অন্যান্য কোচদের বিরুদ্ধে অভিযোগ, বছরের পর বছর ধরে নারী কুস্তিগিরদের যৌন হয়রানি করে আসছেন তাঁরা। কমপক্ষে ১০ জন নারী কুস্তিগির ফোগাটের কাছে স্বীকার করেছেন, ডব্লিউএফআই সভাপতি দ্বারা তাঁরা হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেছেন, ‘আমার পরিচিত ১০-১২ জন নারী কুস্তিগির জানিয়েছে, তারা ডব্লিউএফআই সভাপতির হাতে যৌন হয়রানির শিকার হয়েছে।’

গত বুধবার দিল্লিতে ডব্লিউএফআই-এর বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে ফোগাট এই অভিযোগ তুলেন। তবে ভূষণ সিং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখান করেছেন। তবে ফোগাট ও অন্যান্য নারী অ্যাথলেটরা জানান, যতক্ষণ না ভূষণ সিংকে তাঁর পদ থেকে অপসারণ করা হচ্ছে ততক্ষণ তাঁরা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না।

সরকার বিষয়টি সুরাহা না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে জানিয়েছে বিক্ষোভকারীরা। গত বুধবার, ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ডব্লিউএফআই-এর আছে এই অভিযোগের জবাব চেয়েছে।

হরিয়ানায় জন্ম ভিনেশ ভারতের সেরা কুস্তিগিরদের একজন। তাঁর ঝুলিতে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের পদক। ২৮ বছর বয়সী এই তারকা বেড়ে ওঠেছেন কুস্তিগির পরিবারে। কুস্তির জন্য ফোগাট পরিবার আন্তর্জাতিকভাবে পরিচিত। ভিনেশ কেবল কুস্তিগিরই নন, নারী ক্রীড়াবিদদের প্রতি হয়রানি ও সহিংসতার প্রতি সবসময় উচ্চকণ্ঠও।

২০১৬ সালে ফোগাট পরিবার নিয়ে বড় পর্দায় মুক্তি পায় বলিউড অভিনেতা আমির খানের 'দঙ্গল' চলচ্চিত্র। ভিনেশ ফোগাট সেই ফোগাট পরিবারেই একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত