ক্রীড়া ডেস্ক

দাবার প্রতি তাঁর ভালোবাসা আছে বলেই ৮০ বছর বয়সেও রানী হামিদ খেলে যাচ্ছেন সমান দাপটে। ২১ তম আন্তর্জাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টে অংশ নিতে গত ৬ জুন দিল্লি যান আন্তজার্তিক মাস্টার খেতাব প্রাপ্ত এই দাবাড়ু। তাঁর সঙ্গে ছিলেন আছিয়া সুলতানা। কিন্তু ভিসা জটিলতার কারণে আছিয়াকে ভারতে প্রবেশ করতে দেয়নি দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ঢাকায় ফেরত পাঠানো হয় আছিয়াকে। ফলে সঙ্গী দাবাড়ুকে না পাওয়ায় একা হয়ে পড়েন রানী হামিদ। সাধারণত একা কখনো বিদেশে খেলতে যাওয়া হয় না তাঁর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রানী হামিদ বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। আমার সঙ্গে যে এসেছিল তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সারা রাত তাকে ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়। এমনকি লাগেজও নিতে দেওয়া হয়নি। পরের দিন দ্বিগুণ দামে টিকিট কিনে ফিরে যেতে হয় তাকে। আমার মন বিক্ষিপ্ত, এবং আমি খেলায় মনোযোগ দিতে পারছি না।’
৩৬ বছর বয়সী আছিয়া এর আগেও ভারতে গিয়েছিলেন। কিন্তু সেবার মেডিক্যাল ভিসায় গিয়ে কলকাতায় একটি টুর্নামেন্ট খেলেন তিনি। তাই বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস তাঁকে কালো তালিকাভুক্ত করে। রানী হামিদ বলেন, ‘তার পাসপোর্ট এবং কাগজপত্র সব ঠিক ছিল, তবুও তাকে আগের সফরে একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করা হয়। সে তখন জানতও না যে এটি (মেডিক্যাল ভিসায় গিয়ে ম্যাচ খেলা) একটি লঙ্ঘন।’
দিল্লিতে প্রথম রাউন্ডে ১২ বছর বয়সী পরশ কালিয়ার কাছে হেরে যান রানী হামিদ, ‘এই হারে আমি কীভাবে খুশি থাকব। আমি তো এখন বুড়ো হয়ে গেছি।’ ৭ রাউন্ড শেষে দেড় পয়েন্ট অর্জন করেছেন রানী হামিদ।

দাবার প্রতি তাঁর ভালোবাসা আছে বলেই ৮০ বছর বয়সেও রানী হামিদ খেলে যাচ্ছেন সমান দাপটে। ২১ তম আন্তর্জাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টে অংশ নিতে গত ৬ জুন দিল্লি যান আন্তজার্তিক মাস্টার খেতাব প্রাপ্ত এই দাবাড়ু। তাঁর সঙ্গে ছিলেন আছিয়া সুলতানা। কিন্তু ভিসা জটিলতার কারণে আছিয়াকে ভারতে প্রবেশ করতে দেয়নি দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ঢাকায় ফেরত পাঠানো হয় আছিয়াকে। ফলে সঙ্গী দাবাড়ুকে না পাওয়ায় একা হয়ে পড়েন রানী হামিদ। সাধারণত একা কখনো বিদেশে খেলতে যাওয়া হয় না তাঁর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রানী হামিদ বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। আমার সঙ্গে যে এসেছিল তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সারা রাত তাকে ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়। এমনকি লাগেজও নিতে দেওয়া হয়নি। পরের দিন দ্বিগুণ দামে টিকিট কিনে ফিরে যেতে হয় তাকে। আমার মন বিক্ষিপ্ত, এবং আমি খেলায় মনোযোগ দিতে পারছি না।’
৩৬ বছর বয়সী আছিয়া এর আগেও ভারতে গিয়েছিলেন। কিন্তু সেবার মেডিক্যাল ভিসায় গিয়ে কলকাতায় একটি টুর্নামেন্ট খেলেন তিনি। তাই বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস তাঁকে কালো তালিকাভুক্ত করে। রানী হামিদ বলেন, ‘তার পাসপোর্ট এবং কাগজপত্র সব ঠিক ছিল, তবুও তাকে আগের সফরে একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করা হয়। সে তখন জানতও না যে এটি (মেডিক্যাল ভিসায় গিয়ে ম্যাচ খেলা) একটি লঙ্ঘন।’
দিল্লিতে প্রথম রাউন্ডে ১২ বছর বয়সী পরশ কালিয়ার কাছে হেরে যান রানী হামিদ, ‘এই হারে আমি কীভাবে খুশি থাকব। আমি তো এখন বুড়ো হয়ে গেছি।’ ৭ রাউন্ড শেষে দেড় পয়েন্ট অর্জন করেছেন রানী হামিদ।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৯ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৩ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৪ ঘণ্টা আগে