খেলা শেষ হতেই গ্যালারিতে দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব। পতাকা হাতে কোর্টে দর্শকদের ভালোবাসা নিলেন তুহিন তরফদাররা। দারুণ খেলে রেখে দিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির তৃতীয় শিরোপাও।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় ফাইনালে বাংলাদেশ-চায়নিজ তাইপের শুরুটা ছিল জমজমাট। একটা সময় পর্যন্ত সমানতালে লড়েছে দুই দল। সময় গড়াতেই বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হার মানল চায়নিজ তাইপে। বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় শিরোপা বাংলাদেশ জিতেছে ৪২-২৮ পয়েন্টে।
যদিও ম্যাচে ভয় ধরিয়ে দিচ্ছিল চায়নিজ তাইপে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে খেলতে নেমে আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে সমানেই পাল্লা দিচ্ছিল এশিয়ান দলটি। তবে অভিজ্ঞতা দিয়ে ঠিকই ঘুরে দাঁড়ালেন তুহিন, মিজানুর রহমানরা।
প্রথম ২০ মিনিটের অর্ধেকে দুই দলের পয়েন্ট ছিল সমান সমান। প্রথম টাইম আউটের পর থেকেই পাল্টে যেতে থাকল খেলার চিত্র। দুই রেইডার তুহিন তরফদার ও মিজানুর রহমানরা একের পর এক এনে দিতে থাকলেন পয়েন্ট। রক্ষণটাও হলো দুর্দান্ত। খেলার ১৫ মিনিটে প্রথম লোনা পেল বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ২০-১৪ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও লোনা পেল স্বাগতিকেরা। ঘুরে গেল খেলার মোড়। এরপর আর পেছনে তাকাতে হয়নি স্বাগতিকদের। ৩২ মিনিটে তৃতীয় লোনা পাওয়ার পরই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের শিরোপা। শেষ বাঁশি বাজতেই শুরু হলো শিরোপার উৎসব।
১২ দল নিয়ে ১৩ মার্চ থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি। গ্রুপ পর্ব শেষ হয়ে আজ হয়ে গেল ফাইনালও। নিজেদের খেলা শেষ হয়ে গেলেও বাংলাদেশে ছিলেন অধিকাংশ দলের খেলোয়াড়েরা। আজ স্টেডিয়ামে বসে দেখেছেন বাংলাদেশ-চায়নিজ তাইপের ফাইনাল। খেলার পর এই খেলোয়াড়রাই হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন দুই দলের খেলোয়াড়দেরই।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে