নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হার তো আগেই মেনে বসে ছিলেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম! চার বছর বাদে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ম্যাচে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা ছিল একটাই, যতটা কম সম্ভব গোল হজম করে সম্মানজনক হার। র্যাঙ্কিংয়ে এশিয়ান দলগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারত যেন সেই অবশ্য কোনো প্রকার দয়াই দেখায়নি আশরাফুলদের। ক্রমাগত আক্রমণে ব্যতিব্যস্ত রেখে স্বাগতিকদের জালে দিল ৯ গোল!
পাঁচ বছর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের গোল সংখ্যা বাড়ল আরও গোটা দুই। স্টিক হাতে ভারতের খেলোয়াড়দের পেছনে জিমি-আশরাফুলদের ছোটাছুটি আর খানিক বাদে বাদে পেনাল্টি কর্নার থেকে গোল হজম; পুরো ৬০ মিনিট এই করেই কাটিয়েছে বাংলাদেশ।
রক্ষণাত্মক খেলে ১১ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখাটাই এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি। এই ১১ মিনিটে ভারত আদায় করলো সাতটি পেনাল্টি কর্নার। ১২ মিনিটে বাংলাদেশের অর্ধে জটলার ভেতর থেকে হিটে ভারতের গোল মেলার উদ্বোধন করলেন দিলপ্রীত সিং। পরে করেছেন হ্যাটট্রিকও। প্রথম ১৫ মিনিট বা কোয়ার্টারে এই এক গোলেই এগিয়ে ছিলেন মানপ্রিত সিংরা।
এই দিলপ্রীতের মাপা শট থেকেই ২২ মিনিটে দ্বিতীয় গোল পায় ভারত। সুমিতের পুশ থেকে বাংলাদেশ গোলরক্ষক নিপ্পনের দুই পায়ের মাঝ দিয়ে দ্বিতীয় গোল তুলে নেন দিলপ্রীত।
২৯ মিনিটে নিজেদের নবম পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল ভারতের। হার্দিক সিংয়ের পুশ থেকে ২৯ মিনিটে ললিতকুমার উপাধ্যায়ের পেনাল্টি কর্নার গোল।
তৃতীয় কোয়ার্টারে তিন গোল করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি। ৩১ মিনিটে জার্মানপ্রিত সিং পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৪-০ করেন। ৪৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন জার্মানপ্রিত সিং। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোরলাইন হয় ৬-০।
৫৪ মিনিটে ফিল্ড গোলে ভারতকে ৭-০ ব্যবধানে এগিয়ে নেন আকাশদ্বীপ সিং। পাঁচ বছর আগে ৭ গোল করার স্মৃতি ফেরানোর পর মনে হচ্ছিল হয়তো এখানেই থামবে ভারত। কিন্তু পরের মিনিটেই ব্যবধান ৮-০ করেন মানদ্বীপ মোর। ৫৭ মিনিটে হারমানপ্রিত সিং গোলে ৯-০ হওয়ার পর থামেই ভারত।

হার তো আগেই মেনে বসে ছিলেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম! চার বছর বাদে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ম্যাচে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা ছিল একটাই, যতটা কম সম্ভব গোল হজম করে সম্মানজনক হার। র্যাঙ্কিংয়ে এশিয়ান দলগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারত যেন সেই অবশ্য কোনো প্রকার দয়াই দেখায়নি আশরাফুলদের। ক্রমাগত আক্রমণে ব্যতিব্যস্ত রেখে স্বাগতিকদের জালে দিল ৯ গোল!
পাঁচ বছর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। একই স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের গোল সংখ্যা বাড়ল আরও গোটা দুই। স্টিক হাতে ভারতের খেলোয়াড়দের পেছনে জিমি-আশরাফুলদের ছোটাছুটি আর খানিক বাদে বাদে পেনাল্টি কর্নার থেকে গোল হজম; পুরো ৬০ মিনিট এই করেই কাটিয়েছে বাংলাদেশ।
রক্ষণাত্মক খেলে ১১ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখাটাই এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি। এই ১১ মিনিটে ভারত আদায় করলো সাতটি পেনাল্টি কর্নার। ১২ মিনিটে বাংলাদেশের অর্ধে জটলার ভেতর থেকে হিটে ভারতের গোল মেলার উদ্বোধন করলেন দিলপ্রীত সিং। পরে করেছেন হ্যাটট্রিকও। প্রথম ১৫ মিনিট বা কোয়ার্টারে এই এক গোলেই এগিয়ে ছিলেন মানপ্রিত সিংরা।
এই দিলপ্রীতের মাপা শট থেকেই ২২ মিনিটে দ্বিতীয় গোল পায় ভারত। সুমিতের পুশ থেকে বাংলাদেশ গোলরক্ষক নিপ্পনের দুই পায়ের মাঝ দিয়ে দ্বিতীয় গোল তুলে নেন দিলপ্রীত।
২৯ মিনিটে নিজেদের নবম পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল ভারতের। হার্দিক সিংয়ের পুশ থেকে ২৯ মিনিটে ললিতকুমার উপাধ্যায়ের পেনাল্টি কর্নার গোল।
তৃতীয় কোয়ার্টারে তিন গোল করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি। ৩১ মিনিটে জার্মানপ্রিত সিং পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৪-০ করেন। ৪৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন জার্মানপ্রিত সিং। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোরলাইন হয় ৬-০।
৫৪ মিনিটে ফিল্ড গোলে ভারতকে ৭-০ ব্যবধানে এগিয়ে নেন আকাশদ্বীপ সিং। পাঁচ বছর আগে ৭ গোল করার স্মৃতি ফেরানোর পর মনে হচ্ছিল হয়তো এখানেই থামবে ভারত। কিন্তু পরের মিনিটেই ব্যবধান ৮-০ করেন মানদ্বীপ মোর। ৫৭ মিনিটে হারমানপ্রিত সিং গোলে ৯-০ হওয়ার পর থামেই ভারত।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২১ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে