
ডাব্লুবিএফ আফ্রিকান লাইটওয়েটের শিরোপা লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার পেশাদার বক্সার সিমিসো বুথেলেজি। রিংয়ে সিমিসো বুথেলেজির প্রতিপক্ষ ছিলেন সিফেসিহলে মনতুংওয়া। ম্যাচের একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে শূন্যে ঘুষি চালাতে থাকেন সিমিসো। এরপরই কোমায় চলে যান তিনি। কোমা থেকে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সিমিসোর। চলে গেছেন না ফেরার দেশে।
রিংয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিমিসোকে। তখন চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতের কারণে সিমিসোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণেই শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। দুই সপ্তাহ আগে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন এই বক্সার। পরিবার সিমিসোর এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। কেন এবং কীভাবে এটা ঘটেছে, তা কেউই বুঝতে পারছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে সিমিসোই শুরুতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিলেন। চূড়ান্ত রাউন্ডের কয়েক সেকেন্ড যেতেই সিমিসো প্রতিপক্ষ মনতুংওয়াকে রিংয়ের বাইরে ছিটকে ফেলে দেন। এরপরই রিংয়ের ছবিটা বদলে যায়। সিমিসো তাঁর প্রতিপক্ষের দিকে না গিয়ে রেফারির দিকে তেড়ে যান এবং ঘুষি মারতে শুরু করেন, যা সম্প্রচারকারীদেরও বিভ্রান্ত করে দেয়।
ভিডিওর শেষ দিকে দেখা যায় সিমিসো রিংয়ের এক কোণে গিয়ে বাতাসে ঘুষি মারতে শুরু করেন। তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং মুনতুংওয়াকে জয়ী ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রিংয়ের মধ্যে কিছু একটা হয়েছিল, যার রহস্য এখনো উন্মোচিত হয়নি।

ডাব্লুবিএফ আফ্রিকান লাইটওয়েটের শিরোপা লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার পেশাদার বক্সার সিমিসো বুথেলেজি। রিংয়ে সিমিসো বুথেলেজির প্রতিপক্ষ ছিলেন সিফেসিহলে মনতুংওয়া। ম্যাচের একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে শূন্যে ঘুষি চালাতে থাকেন সিমিসো। এরপরই কোমায় চলে যান তিনি। কোমা থেকে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সিমিসোর। চলে গেছেন না ফেরার দেশে।
রিংয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিমিসোকে। তখন চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতের কারণে সিমিসোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণেই শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। দুই সপ্তাহ আগে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন এই বক্সার। পরিবার সিমিসোর এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। কেন এবং কীভাবে এটা ঘটেছে, তা কেউই বুঝতে পারছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে সিমিসোই শুরুতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিলেন। চূড়ান্ত রাউন্ডের কয়েক সেকেন্ড যেতেই সিমিসো প্রতিপক্ষ মনতুংওয়াকে রিংয়ের বাইরে ছিটকে ফেলে দেন। এরপরই রিংয়ের ছবিটা বদলে যায়। সিমিসো তাঁর প্রতিপক্ষের দিকে না গিয়ে রেফারির দিকে তেড়ে যান এবং ঘুষি মারতে শুরু করেন, যা সম্প্রচারকারীদেরও বিভ্রান্ত করে দেয়।
ভিডিওর শেষ দিকে দেখা যায় সিমিসো রিংয়ের এক কোণে গিয়ে বাতাসে ঘুষি মারতে শুরু করেন। তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং মুনতুংওয়াকে জয়ী ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রিংয়ের মধ্যে কিছু একটা হয়েছিল, যার রহস্য এখনো উন্মোচিত হয়নি।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১১ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে