নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে হয় এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে মন্ত্রণালয়।
এরপর সচিব বলেন, ‘আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়ে। তবে গ্রুপের বাকি দুই ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ ব্যবধানে ও থাইল্যান্ডকে ৪২-২৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল ও ব্রোঞ্জ নিশ্চিত করে তারা। সেমিতে অবশ্য স্বাগতিক ইরানের কাছে হেরে যায় ৪১-১৮ ব্যবধানে। তবে কোচ শাহনাজ পারভীন মালেকা এতেই সন্তুষ্ট। তিনি বলেন, ‘টুর্নামেন্টে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারব।’
ব্রোঞ্জ নিশ্চিতের ম্যাচটি নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারবো। সবাই খুব ভালো খেলেছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।’
এদিকে গতকাল বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশে আইজি বাহারুল আলম। দুই দলকেই কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে দেন তিনি। কিছুদিন আগে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পুরুষ জাতীয় দল।

উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে হয় এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে মন্ত্রণালয়।
এরপর সচিব বলেন, ‘আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়ে। তবে গ্রুপের বাকি দুই ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ ব্যবধানে ও থাইল্যান্ডকে ৪২-২৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল ও ব্রোঞ্জ নিশ্চিত করে তারা। সেমিতে অবশ্য স্বাগতিক ইরানের কাছে হেরে যায় ৪১-১৮ ব্যবধানে। তবে কোচ শাহনাজ পারভীন মালেকা এতেই সন্তুষ্ট। তিনি বলেন, ‘টুর্নামেন্টে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারব।’
ব্রোঞ্জ নিশ্চিতের ম্যাচটি নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারবো। সবাই খুব ভালো খেলেছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।’
এদিকে গতকাল বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশে আইজি বাহারুল আলম। দুই দলকেই কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে দেন তিনি। কিছুদিন আগে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পুরুষ জাতীয় দল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে