Ajker Patrika

হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ, ব্যর্থতার কারণ খুঁজবে ক্রীড়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৫, ১৪: ৫৫
হকিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজবে ক্রীড়া পরিষদ। ছবি: সংগৃহীত
হকিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজবে ক্রীড়া পরিষদ। ছবি: সংগৃহীত

টানা চারবার চ্যাম্পিয়ন হলেও এএইচএফ কাপে এবার শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তৃতীয় হয়ে। যে কারণে ৪৩ বছরের ইতিহাসে প্রথমবার হকির এশিয়া কাপে সুযোগ পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ূন কবীরকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া এনএসসির চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য এবং সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন এই কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

এএইচএফ কাপের ক্যাম্পে রাসেল মাহমুদ জিমির ডাক না পাওয়া বেশ বিস্ময়ের জন্ম দেয়। অভিজ্ঞ এই খেলোয়াড় বাদ পড়েন বয়সের অজুহাতে। ৩২ বছরের বেশি বয়সী দলে সুযোগ পাবেন না এমন অলিখিত নিয়ম করে হকি ফেডারেশন। এর পেছনে কার দায় আছে, সেটা খতিয়ে দেখবে এনএসসি।

এএইচএফ কাপে পুল পর্বে দারুণ খেলছিল বাংলাদেশ। চার ম্যাচের চারটিতেই জয় তুলে নেয়। তবে সেমিফাইনালে ওমানের কাছে হেরে বসে ৫-৪ ব্যবধানে। এশিয়া কাপের টিকিট পেতে ফাইনালে উঠতে হতো বাংলাদেশকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত