নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্যৈষ্ঠের খরতাপে পুলিশ এফসির মাঠে প্রায় এক ঘণ্টা অপেক্ষা। অপেক্ষাটা ফরোয়ার্ড আল আমিনের জন্য। হন্তদন্ত হয়ে এসেই বারবার দুঃখ প্রকাশ করলেন। আল আমিনের বিনয় আপনাকে মুগ্ধ করবে। যেহেতু স্ট্রাইকার, তিনি আরও মুগ্ধতা ছড়াতে পারেন গোল দিয়ে। ফুটবলে স্ট্রাইকার বা গোলদাতাদের সবচেয়ে বেশি কদর তো এ কারণেই। পুলিশ এফসির হয়ে আল আমিন দ্যুতি ছড়িয়েছেন কদিন আগে সমাপ্ত প্রিমিয়ার লিগে। তবে গোলসংখ্যায় ‘হেরে’ গেছেন জাতীয় দলের সতীর্থ ফরোয়ার্ড রাকিব হোসেনের কাছে।
প্রিমিয়ার লিগে রাকিবের গোল ১১, আল আমিনের সেখানে ১০টি। রাকিবের কাছে হেরে কোনো আফসোস নেই তাঁর। গত বুধবার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন, ‘লিগে শুরুটা ভালো হয়েছিল আমার। রাকিব ভাই অনেক ভালো খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। চেষ্টা করেছি, স্থানীয়দের ভেতর যেন শীর্ষে থাকতে পারি। শেষ ম্যাচের আগে আমাদের গোলসংখ্যা একই ছিল। কিন্তু শেষ ম্যাচে রাকিব ভাই গোল পেয়েছে। আমার এটা নিয়ে আফসোসের কিছু নেই, আমি খুশি।’
ক্লাব ফুটবলের মৌসুম শেষ। আল আমিনের যাবতীয় মনোযোগ এখন জাতীয় দলে। বিশেষ করে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে। সিঙ্গাপুরে বিপক্ষে জিততে আল আমিন যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘এবারের দলটা বেশ ভালো হয়েছে। আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশের যারা প্রবাসী আছে, তারাও আসুক। তারা এলে আমরা স্বপ্ন দেখি একদিন বিশ্বকাপও জিতব! তবে আপাতত মনোযোগ সিঙ্গাপুরকে ঘিরে।’
প্রবাসী ফুটবলাররা এলে স্থানীয়দের কেউ কেউ জায়গা হারাবেন। জায়গা হারানোর ব্যাপারে স্থানীয়রা একেবারেই যে শঙ্কায় ভোগেন না, সেটি পরিষ্কার করলেন আল আমিন, ‘কে কী মনে করে জানি না। আমার স্বপ্ন থাকবে আমি হামজা-শমিতদের সঙ্গে খেলব। তাদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকাটা স্বপ্নের মতো। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। চাই, তারা আসুক।’
যে আল আমিন এখন জাতীয় দলের একজন সম্ভাবনাময় ফরোয়ার্ড, তিনিই কি না ২০২১-২২ সালে ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। আরামবাগের সেই দলে যাঁরা নিষিদ্ধ হয়েছিলেন, বেশির ভাগই ফুটবল থেকে হারিয়ে গেছেন, সেখানে আল আমিনের চোখে বড় স্বপ্ন। হারিয়ে গিয়েও কীভাবে খুঁজে পেলেন পথের দেখা, এপিবিএন পুলিশের সুইমিং পুলের পাশে বসে আল আমিন সে গল্প শোনালেন আত্মবিশ্বাসী কণ্ঠে, ‘তখন আমার বয়স ছিল ১৬। ম্যাচ পাতানো সম্পর্কে কিছু বুঝতাম না। ভেবেই নিয়েছিলাম যে ফুটবলটা ছেড়ে দেব। আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। একাডেমি আমার পাশে ছিল। সেখানে চার মাস অনেক পরিশ্রম করি। সেখান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে পাঠানো হলো। খুব ভালো ছন্দে ছিলাম। পুলিশে যোগ দেওয়ার পর আমার প্রথম লক্ষ্য ছিল যেকোনো কিছু করে দেখাব। শুরুটা অবশ্য খারাপ ছিল। কোচ বলছিলেন স্ট্রাইকার হয়ে যদি গোল না পাও, তাহলে কীভাবে তোমাকে খেলাব। তারপর আমাকে আলাদাভাবে অনুশীলন করানো হয়। যখন আত্মবিশ্বাস চলে আসে, তখন এমনি গোল এসেছে।’
কঠিন সময়ে আল আমিনের বড় শিক্ষা, ধৈর্য থাকলে সুদিন আসবেই।

জ্যৈষ্ঠের খরতাপে পুলিশ এফসির মাঠে প্রায় এক ঘণ্টা অপেক্ষা। অপেক্ষাটা ফরোয়ার্ড আল আমিনের জন্য। হন্তদন্ত হয়ে এসেই বারবার দুঃখ প্রকাশ করলেন। আল আমিনের বিনয় আপনাকে মুগ্ধ করবে। যেহেতু স্ট্রাইকার, তিনি আরও মুগ্ধতা ছড়াতে পারেন গোল দিয়ে। ফুটবলে স্ট্রাইকার বা গোলদাতাদের সবচেয়ে বেশি কদর তো এ কারণেই। পুলিশ এফসির হয়ে আল আমিন দ্যুতি ছড়িয়েছেন কদিন আগে সমাপ্ত প্রিমিয়ার লিগে। তবে গোলসংখ্যায় ‘হেরে’ গেছেন জাতীয় দলের সতীর্থ ফরোয়ার্ড রাকিব হোসেনের কাছে।
প্রিমিয়ার লিগে রাকিবের গোল ১১, আল আমিনের সেখানে ১০টি। রাকিবের কাছে হেরে কোনো আফসোস নেই তাঁর। গত বুধবার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন, ‘লিগে শুরুটা ভালো হয়েছিল আমার। রাকিব ভাই অনেক ভালো খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। চেষ্টা করেছি, স্থানীয়দের ভেতর যেন শীর্ষে থাকতে পারি। শেষ ম্যাচের আগে আমাদের গোলসংখ্যা একই ছিল। কিন্তু শেষ ম্যাচে রাকিব ভাই গোল পেয়েছে। আমার এটা নিয়ে আফসোসের কিছু নেই, আমি খুশি।’
ক্লাব ফুটবলের মৌসুম শেষ। আল আমিনের যাবতীয় মনোযোগ এখন জাতীয় দলে। বিশেষ করে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে। সিঙ্গাপুরে বিপক্ষে জিততে আল আমিন যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘এবারের দলটা বেশ ভালো হয়েছে। আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশের যারা প্রবাসী আছে, তারাও আসুক। তারা এলে আমরা স্বপ্ন দেখি একদিন বিশ্বকাপও জিতব! তবে আপাতত মনোযোগ সিঙ্গাপুরকে ঘিরে।’
প্রবাসী ফুটবলাররা এলে স্থানীয়দের কেউ কেউ জায়গা হারাবেন। জায়গা হারানোর ব্যাপারে স্থানীয়রা একেবারেই যে শঙ্কায় ভোগেন না, সেটি পরিষ্কার করলেন আল আমিন, ‘কে কী মনে করে জানি না। আমার স্বপ্ন থাকবে আমি হামজা-শমিতদের সঙ্গে খেলব। তাদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকাটা স্বপ্নের মতো। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। চাই, তারা আসুক।’
যে আল আমিন এখন জাতীয় দলের একজন সম্ভাবনাময় ফরোয়ার্ড, তিনিই কি না ২০২১-২২ সালে ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। আরামবাগের সেই দলে যাঁরা নিষিদ্ধ হয়েছিলেন, বেশির ভাগই ফুটবল থেকে হারিয়ে গেছেন, সেখানে আল আমিনের চোখে বড় স্বপ্ন। হারিয়ে গিয়েও কীভাবে খুঁজে পেলেন পথের দেখা, এপিবিএন পুলিশের সুইমিং পুলের পাশে বসে আল আমিন সে গল্প শোনালেন আত্মবিশ্বাসী কণ্ঠে, ‘তখন আমার বয়স ছিল ১৬। ম্যাচ পাতানো সম্পর্কে কিছু বুঝতাম না। ভেবেই নিয়েছিলাম যে ফুটবলটা ছেড়ে দেব। আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। একাডেমি আমার পাশে ছিল। সেখানে চার মাস অনেক পরিশ্রম করি। সেখান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে পাঠানো হলো। খুব ভালো ছন্দে ছিলাম। পুলিশে যোগ দেওয়ার পর আমার প্রথম লক্ষ্য ছিল যেকোনো কিছু করে দেখাব। শুরুটা অবশ্য খারাপ ছিল। কোচ বলছিলেন স্ট্রাইকার হয়ে যদি গোল না পাও, তাহলে কীভাবে তোমাকে খেলাব। তারপর আমাকে আলাদাভাবে অনুশীলন করানো হয়। যখন আত্মবিশ্বাস চলে আসে, তখন এমনি গোল এসেছে।’
কঠিন সময়ে আল আমিনের বড় শিক্ষা, ধৈর্য থাকলে সুদিন আসবেই।

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১৫ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩ ঘণ্টা আগে