Ajker Patrika

দুর্দান্ত রোনালদোয় পর্তুগালের নয়ে ৯ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২: ১৫
দুর্দান্ত রোনালদোয় পর্তুগালের নয়ে ৯ 

বয়স ৩৮। এই বয়সে বুটজোড়া তুলে রেখে গ্যালারিতে বসে উত্তরসূরিদের খেলা দেখার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু সেটা না করে উল্টো পর্তুগালের ম্যাচ জয়ের দায়িত্ব নিয়েছেন তিনি।

টানা তৃতীয় ম্যাচে গোল করে লিখটেনস্টাইনের বিপক্ষে পর্তুগালকে ২–০ ব্যবধানের জয় এনে দিয়েছেন রোনালদো। দলের অন্য গোলটি করেছেন জোয়াও কানসেলো। এই জয়ে টানা ৯টি জয় পেয়েছে পর্তুগাল।

ইউরো মূল পর্ব আগেই নিশ্চিত হয়েছে পর্তুগালের। সেদিক থেকে প্রতিপক্ষের ম্যাচটি নিয়ম রক্ষার ছিল একবারের ইউরোজয়ীদের। কিন্তু এমন ম্যাচেও যেন ছাড় দিতে রাজি নন রোনালদো। সর্বশেষ দুই ম্যাচে জোড়া গোল করা পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী গতকাল করেছেন ১টি। 

শক্তি ও সামর্থ্যে যোজন যোজন দূরত্বে এগিয়ে থাকা রোনালদোরা লিখটেনস্টাইনের মাঠে শুরু থেকেই দাপট দেখান। বল পজিশনও ধরে রাখেন ৮৪ ভাগ। তবে কাজের কাজটা করতে বেশ সময়ই অপেক্ষা করতে হয় পর্তুগালকে। প্রথমার্ধে যে কোনো দলই জালের দেখা পায়নি।

বিরতির পর অবশ্য অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটেই দলকে প্রথম গোল এনে দেন  রোনালদো। ৪৬ মিনিটে দিয়াগো জোতার পাস ধরে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে কোনাকুনি শট নেন তিনি। তাঁর সেই শট প্রতিহত করার কোনো সুযোগই পাননি লিখটেনস্টাইনের গোলরক্ষক। 

এতে করে আন্তর্জাতিক গোলের রেকর্ডটা আরেকটু সমৃদ্ধ করে নিলেন রোনালদো। এটি ১২৮তম গোল ছিল তাঁর। আর এই টুর্নামেন্টে ৮ ম্যাচে করলেন ১০টি। রোনালদোর গোলের ১০ মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। তাঁর করা ৫৭ মিনিটের গোলে সহায়তা করেন আন্তোনিও সিলভা।

এরপর আর কোনো গোল না হলে ২–০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। সর্বশেষ মুখোমুখিতে নিজেদের মাঠে ৪–০ গোলে লিখটেনস্টাইকে হারিয়েছিল পর্তুগাল। এই জয়ে টানা ৯ ম্যাচে ৯ জয় পেয়েছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত