ক্রীড়া ডেস্ক

গোল, শিরোপা অর্জন, ভক্ত-সমর্থকদের ভালোবাসা—কোনো কিছুরই তো অভাব নেই লিওনেল মেসির। বিশ্বের যে মাঠেই তিনি খেলতে যান, তাঁকে দেখতে দর্শকেরা উন্মুখ হয়ে থাকেন। ‘মেসি ১০’ নম্বর জার্সি পরে মাঠে দর্শকদের দেখা যায় অহরহ।
তারকা ফুটবলার মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও, চিরোকে নিয়ে প্রায় সময়ই চলে আলোচনা। বাবার দেখানো পথেই হেঁটে কিংবদন্তি হবে কি না, সেটা সময়ই বলে দেবে। কদিন আগে এক ফুটবল অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিন ছেলের কার কী গুণ আছে, সেটা নিয়ে মেসি কখা বলেছেন। কে সেরা, আর্জেন্টাইন তারকা ফুটবলার নির্দিষ্ট কারও নাম বলেননি। মেসি বলেছেন, ‘ফুটবল নিয়েই সারা দিন থাকে তারা। প্রতিদিন অনুশীলন করে ও ম্যাচ খেলে। আমিও উপভোগ করি সেটা। একজনকে সেরা বললে পরে তারা বলবে যে আমি কেন তার (তিন ছেলে) নাম বললাম। মজার ব্যাপার হচ্ছে তারা একই অবস্থানে খেলতে চায়। তিনজনই ১০ নম্বর জার্সি পরতে চায়।’
মেসির বড় ছেলে থিয়াগোর বয়স ১২ বছর। বাবার সঙ্গে প্রায়ই ইন্টার মায়ামির অনুশীলনে আসে থিয়াগো। ১২ বছর বয়সী মেসির এই ছেলে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে খেলছে। থিয়াগো সম্পর্কে মেসি বলেন, ‘থিয়াগো চিন্তাশীল এবং একজন মিডফিল্ডার।’ এ বছরের সেপ্টেম্বরে ১০ বছর পূর্ণ করবে মাতেও। মেজ ছেলেকেও প্রায়ই মাঠে মেসির সঙ্গে দেখা যায়। মাতেওকে নিয়ে মেসি বলেন, ‘মাতেও ফরোয়ার্ড। সে গোল করতে পছন্দ করে। বুদ্ধিমান খেলোয়াড়।’ আর সবার ছোট সাত বছর বয়সী চিরোকে নিয়ে মেসির ভাষ্য, ‘চিরো তো আরও বিস্ফোরক। সবাইকে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে।’
২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যান মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবে গিয়েই জেতেন লিগস কাপের শিরোপা। গত বছর পেয়েছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার। তবে চোটে পড়ায় এ বছর মায়ামিতে নিয়মিত হতে পারেননি তিনি। ক্লাবটির হয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ, মেজর লিগ সকার (এমএলএস)—এ বছর এই দুই টুর্নামেন্টে পাঁচটি করে ম্যাচ খেলেছেন। ১০ ম্যাচে করেছেন ৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

গোল, শিরোপা অর্জন, ভক্ত-সমর্থকদের ভালোবাসা—কোনো কিছুরই তো অভাব নেই লিওনেল মেসির। বিশ্বের যে মাঠেই তিনি খেলতে যান, তাঁকে দেখতে দর্শকেরা উন্মুখ হয়ে থাকেন। ‘মেসি ১০’ নম্বর জার্সি পরে মাঠে দর্শকদের দেখা যায় অহরহ।
তারকা ফুটবলার মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও, চিরোকে নিয়ে প্রায় সময়ই চলে আলোচনা। বাবার দেখানো পথেই হেঁটে কিংবদন্তি হবে কি না, সেটা সময়ই বলে দেবে। কদিন আগে এক ফুটবল অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিন ছেলের কার কী গুণ আছে, সেটা নিয়ে মেসি কখা বলেছেন। কে সেরা, আর্জেন্টাইন তারকা ফুটবলার নির্দিষ্ট কারও নাম বলেননি। মেসি বলেছেন, ‘ফুটবল নিয়েই সারা দিন থাকে তারা। প্রতিদিন অনুশীলন করে ও ম্যাচ খেলে। আমিও উপভোগ করি সেটা। একজনকে সেরা বললে পরে তারা বলবে যে আমি কেন তার (তিন ছেলে) নাম বললাম। মজার ব্যাপার হচ্ছে তারা একই অবস্থানে খেলতে চায়। তিনজনই ১০ নম্বর জার্সি পরতে চায়।’
মেসির বড় ছেলে থিয়াগোর বয়স ১২ বছর। বাবার সঙ্গে প্রায়ই ইন্টার মায়ামির অনুশীলনে আসে থিয়াগো। ১২ বছর বয়সী মেসির এই ছেলে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে খেলছে। থিয়াগো সম্পর্কে মেসি বলেন, ‘থিয়াগো চিন্তাশীল এবং একজন মিডফিল্ডার।’ এ বছরের সেপ্টেম্বরে ১০ বছর পূর্ণ করবে মাতেও। মেজ ছেলেকেও প্রায়ই মাঠে মেসির সঙ্গে দেখা যায়। মাতেওকে নিয়ে মেসি বলেন, ‘মাতেও ফরোয়ার্ড। সে গোল করতে পছন্দ করে। বুদ্ধিমান খেলোয়াড়।’ আর সবার ছোট সাত বছর বয়সী চিরোকে নিয়ে মেসির ভাষ্য, ‘চিরো তো আরও বিস্ফোরক। সবাইকে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে।’
২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যান মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবে গিয়েই জেতেন লিগস কাপের শিরোপা। গত বছর পেয়েছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার। তবে চোটে পড়ায় এ বছর মায়ামিতে নিয়মিত হতে পারেননি তিনি। ক্লাবটির হয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ, মেজর লিগ সকার (এমএলএস)—এ বছর এই দুই টুর্নামেন্টে পাঁচটি করে ম্যাচ খেলেছেন। ১০ ম্যাচে করেছেন ৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে