
প্যারিস অলিম্পিকে ব্রাজিল নারী ফুটবল দলের পথচলা ছিল বন্ধুর। গ্রুপ পর্বে স্পেনের কাছে হেরে বাদ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ব্রাজিলের। সেই ব্রাজিল ফাইনালে উঠল স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়েই।
কার্ডের ঝামেলা থাকায় পরশু স্পেনের বিপক্ষে নারী ফুটবলের সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের মার্তা। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেও ব্রাজিল কোনো সমস্যায় পড়েনি। উল্টো স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। নিজেদের হার নিয়ে অজুহাত স্প্যানিশ তারকা ফুটবলার জেনিফার হারমোসো কোনো অজুহাত দেননি ঠিকই। তবে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন হারমোসো। স্পেনের সালমা পারায়উয়েলো ব্যবধান কমানো যে গোলটি করেছেন, তা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১২ মিনিটে। প্রথমার্ধেও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
বাড়তি সময় এত বেশি হওয়ার পেছনে ব্রাজিলকে দায়ী করেছেন হারমোসো। স্প্যানিশ নারী ফুটবলারের দাবি, ব্রাজিল বাজে ফুটবল খেলেছে এবং সময় নষ্ট করেছে। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল শেষে সাংবাদিকদের হারমোসো বলেন, ‘আমার কাছে এটা ফুটবল মনে হয়নি। এমন ফুটবল পছন্দ হয়নি। অবশ্যই তারা বাড়তি সময় পেয়েছে। তারা আপনাকে সময় নষ্ট করতে বাধ্য করেছেন।’
গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালসহ ৪ ম্যাচে ৩ গোল করেছে ব্রাজিল। সেই ব্রাজিলই সেমিতে স্পেনের জালে দিয়েছে চার গোল। হারমোসো বলেন, ‘এমন এক দলের কাছে ৪ গোল হজম করেছি, যারা ফুটবল খেলতেই জানে না। তবে দিনশেষে তো গোলটাই হিসেব করা হয়। কীভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা নিয়ে তারা গবেষণা করেছে।’
ব্রাজিলের কাছে ৪-২ গোলের হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন না হারমোসো। তাতে নিজেদের কৌশলগতগ ভুল ছিল বলে মনে করেন স্প্যানিশ নারী ফুটবলার। সাংবাদিকদের হারমোসো বলেন, ‘তারা (ব্রাজিল) ফাইনালে উঠেছে। আমরা (স্পেন) খেলব ব্রোঞ্জের জন্য। এটা আমাদেরই ভুল ছিল। আমাদের ফুটবলটা খেলতে পারিনি। নিজেদের দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ হয়েছে। তবে প্রতিপক্ষের কাছে ৪-২ গোলে হারাটা মেনে নেওয়া কঠিন।’

প্যারিস অলিম্পিকে ব্রাজিল নারী ফুটবল দলের পথচলা ছিল বন্ধুর। গ্রুপ পর্বে স্পেনের কাছে হেরে বাদ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ব্রাজিলের। সেই ব্রাজিল ফাইনালে উঠল স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়েই।
কার্ডের ঝামেলা থাকায় পরশু স্পেনের বিপক্ষে নারী ফুটবলের সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের মার্তা। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেও ব্রাজিল কোনো সমস্যায় পড়েনি। উল্টো স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। নিজেদের হার নিয়ে অজুহাত স্প্যানিশ তারকা ফুটবলার জেনিফার হারমোসো কোনো অজুহাত দেননি ঠিকই। তবে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন হারমোসো। স্পেনের সালমা পারায়উয়েলো ব্যবধান কমানো যে গোলটি করেছেন, তা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১২ মিনিটে। প্রথমার্ধেও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
বাড়তি সময় এত বেশি হওয়ার পেছনে ব্রাজিলকে দায়ী করেছেন হারমোসো। স্প্যানিশ নারী ফুটবলারের দাবি, ব্রাজিল বাজে ফুটবল খেলেছে এবং সময় নষ্ট করেছে। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল শেষে সাংবাদিকদের হারমোসো বলেন, ‘আমার কাছে এটা ফুটবল মনে হয়নি। এমন ফুটবল পছন্দ হয়নি। অবশ্যই তারা বাড়তি সময় পেয়েছে। তারা আপনাকে সময় নষ্ট করতে বাধ্য করেছেন।’
গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালসহ ৪ ম্যাচে ৩ গোল করেছে ব্রাজিল। সেই ব্রাজিলই সেমিতে স্পেনের জালে দিয়েছে চার গোল। হারমোসো বলেন, ‘এমন এক দলের কাছে ৪ গোল হজম করেছি, যারা ফুটবল খেলতেই জানে না। তবে দিনশেষে তো গোলটাই হিসেব করা হয়। কীভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা নিয়ে তারা গবেষণা করেছে।’
ব্রাজিলের কাছে ৪-২ গোলের হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন না হারমোসো। তাতে নিজেদের কৌশলগতগ ভুল ছিল বলে মনে করেন স্প্যানিশ নারী ফুটবলার। সাংবাদিকদের হারমোসো বলেন, ‘তারা (ব্রাজিল) ফাইনালে উঠেছে। আমরা (স্পেন) খেলব ব্রোঞ্জের জন্য। এটা আমাদেরই ভুল ছিল। আমাদের ফুটবলটা খেলতে পারিনি। নিজেদের দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ হয়েছে। তবে প্রতিপক্ষের কাছে ৪-২ গোলে হারাটা মেনে নেওয়া কঠিন।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৩ ঘণ্টা আগে