
প্যারিস অলিম্পিকে ব্রাজিল নারী ফুটবল দলের পথচলা ছিল বন্ধুর। গ্রুপ পর্বে স্পেনের কাছে হেরে বাদ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ব্রাজিলের। সেই ব্রাজিল ফাইনালে উঠল স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়েই।
কার্ডের ঝামেলা থাকায় পরশু স্পেনের বিপক্ষে নারী ফুটবলের সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের মার্তা। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেও ব্রাজিল কোনো সমস্যায় পড়েনি। উল্টো স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। নিজেদের হার নিয়ে অজুহাত স্প্যানিশ তারকা ফুটবলার জেনিফার হারমোসো কোনো অজুহাত দেননি ঠিকই। তবে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন হারমোসো। স্পেনের সালমা পারায়উয়েলো ব্যবধান কমানো যে গোলটি করেছেন, তা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১২ মিনিটে। প্রথমার্ধেও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
বাড়তি সময় এত বেশি হওয়ার পেছনে ব্রাজিলকে দায়ী করেছেন হারমোসো। স্প্যানিশ নারী ফুটবলারের দাবি, ব্রাজিল বাজে ফুটবল খেলেছে এবং সময় নষ্ট করেছে। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল শেষে সাংবাদিকদের হারমোসো বলেন, ‘আমার কাছে এটা ফুটবল মনে হয়নি। এমন ফুটবল পছন্দ হয়নি। অবশ্যই তারা বাড়তি সময় পেয়েছে। তারা আপনাকে সময় নষ্ট করতে বাধ্য করেছেন।’
গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালসহ ৪ ম্যাচে ৩ গোল করেছে ব্রাজিল। সেই ব্রাজিলই সেমিতে স্পেনের জালে দিয়েছে চার গোল। হারমোসো বলেন, ‘এমন এক দলের কাছে ৪ গোল হজম করেছি, যারা ফুটবল খেলতেই জানে না। তবে দিনশেষে তো গোলটাই হিসেব করা হয়। কীভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা নিয়ে তারা গবেষণা করেছে।’
ব্রাজিলের কাছে ৪-২ গোলের হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন না হারমোসো। তাতে নিজেদের কৌশলগতগ ভুল ছিল বলে মনে করেন স্প্যানিশ নারী ফুটবলার। সাংবাদিকদের হারমোসো বলেন, ‘তারা (ব্রাজিল) ফাইনালে উঠেছে। আমরা (স্পেন) খেলব ব্রোঞ্জের জন্য। এটা আমাদেরই ভুল ছিল। আমাদের ফুটবলটা খেলতে পারিনি। নিজেদের দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ হয়েছে। তবে প্রতিপক্ষের কাছে ৪-২ গোলে হারাটা মেনে নেওয়া কঠিন।’

প্যারিস অলিম্পিকে ব্রাজিল নারী ফুটবল দলের পথচলা ছিল বন্ধুর। গ্রুপ পর্বে স্পেনের কাছে হেরে বাদ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ব্রাজিলের। সেই ব্রাজিল ফাইনালে উঠল স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়েই।
কার্ডের ঝামেলা থাকায় পরশু স্পেনের বিপক্ষে নারী ফুটবলের সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের মার্তা। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেও ব্রাজিল কোনো সমস্যায় পড়েনি। উল্টো স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। নিজেদের হার নিয়ে অজুহাত স্প্যানিশ তারকা ফুটবলার জেনিফার হারমোসো কোনো অজুহাত দেননি ঠিকই। তবে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন হারমোসো। স্পেনের সালমা পারায়উয়েলো ব্যবধান কমানো যে গোলটি করেছেন, তা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১২ মিনিটে। প্রথমার্ধেও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
বাড়তি সময় এত বেশি হওয়ার পেছনে ব্রাজিলকে দায়ী করেছেন হারমোসো। স্প্যানিশ নারী ফুটবলারের দাবি, ব্রাজিল বাজে ফুটবল খেলেছে এবং সময় নষ্ট করেছে। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল শেষে সাংবাদিকদের হারমোসো বলেন, ‘আমার কাছে এটা ফুটবল মনে হয়নি। এমন ফুটবল পছন্দ হয়নি। অবশ্যই তারা বাড়তি সময় পেয়েছে। তারা আপনাকে সময় নষ্ট করতে বাধ্য করেছেন।’
গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালসহ ৪ ম্যাচে ৩ গোল করেছে ব্রাজিল। সেই ব্রাজিলই সেমিতে স্পেনের জালে দিয়েছে চার গোল। হারমোসো বলেন, ‘এমন এক দলের কাছে ৪ গোল হজম করেছি, যারা ফুটবল খেলতেই জানে না। তবে দিনশেষে তো গোলটাই হিসেব করা হয়। কীভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা নিয়ে তারা গবেষণা করেছে।’
ব্রাজিলের কাছে ৪-২ গোলের হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন না হারমোসো। তাতে নিজেদের কৌশলগতগ ভুল ছিল বলে মনে করেন স্প্যানিশ নারী ফুটবলার। সাংবাদিকদের হারমোসো বলেন, ‘তারা (ব্রাজিল) ফাইনালে উঠেছে। আমরা (স্পেন) খেলব ব্রোঞ্জের জন্য। এটা আমাদেরই ভুল ছিল। আমাদের ফুটবলটা খেলতে পারিনি। নিজেদের দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ হয়েছে। তবে প্রতিপক্ষের কাছে ৪-২ গোলে হারাটা মেনে নেওয়া কঠিন।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে