ক্রীড়া ডেস্ক

বয়স যেন শুধুই একটি সংখ্যা লিওনেল মেসির কাছে। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো দারুণ ছন্দে আছেন। জাদুকরি গোলে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ভক্ত-সমর্থক থেকে শুরু করে কোচ—সবারই প্রশংসা পাচ্ছেন মেসি।
ফিফা ক্লাব বিশ্বকাপে গত রাতে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-পোর্তো। এই ম্যাচে মেসির একটি গোল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৪ মিনিটে দূরপাল্লার ফ্রি কিকে বাঁ পায়ের জাদুতে দুর্দান্ত গোল করেন তিনি। পোর্তোর রক্ষণদুর্গ ভেদ করে বলটি এমনভাবে গিয়েছে যে বাঁ দিকে ঝাঁপিয়েও নাগাল পাননি পোর্তো গোলরক্ষক ক্লদিও রামোস। জাদুকরি গোল করা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। ম্যাচ শেষে মাশচেরানো বলেন, ‘সে এমন এক ফুটবলার যে জানে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্ষুধা ও যেকোনো পর্যায়ে নিজেকে প্রমাণ করার তাড়না অনেক বেশি কাজ করে। এই খেলার ইতিহাসে মেসিই সেরা খেলোয়াড়।’
মেসির জাদুকরি গোলে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধ পোর্তো শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু মায়ামির। ৪৭ থেকে ৫৪—৭ মিনিটের ব্যবধানে মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া ও মেসি গোল করে দলের জয়ে অবদান রাখেন। মেসির জাদুকরি গোলের রাতে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মাশচেরানোর মতে মেসির মতো ফুটবলার সহজে হাল ছাড়েন না। মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাকে পাওয়া আমাদের জন্য অনেক বড় সুবিধা। এমনকি ক্লান্তি ও আঘাত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও রক্ষণ সামলে দলকে জেতাতে সাহায্য করেছে। জেতার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে।’

ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম সফল হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’ মায়ামিতে মেসি-মাশচেরানো দুই ভূমিকায় থাকলেও এক সময় তাঁরা ছিলেন সতীর্থ। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে জুটি বেঁধে অনেক ম্যাচ খেলেছেন তাঁরা।
‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।

বয়স যেন শুধুই একটি সংখ্যা লিওনেল মেসির কাছে। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো দারুণ ছন্দে আছেন। জাদুকরি গোলে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ভক্ত-সমর্থক থেকে শুরু করে কোচ—সবারই প্রশংসা পাচ্ছেন মেসি।
ফিফা ক্লাব বিশ্বকাপে গত রাতে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-পোর্তো। এই ম্যাচে মেসির একটি গোল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৪ মিনিটে দূরপাল্লার ফ্রি কিকে বাঁ পায়ের জাদুতে দুর্দান্ত গোল করেন তিনি। পোর্তোর রক্ষণদুর্গ ভেদ করে বলটি এমনভাবে গিয়েছে যে বাঁ দিকে ঝাঁপিয়েও নাগাল পাননি পোর্তো গোলরক্ষক ক্লদিও রামোস। জাদুকরি গোল করা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। ম্যাচ শেষে মাশচেরানো বলেন, ‘সে এমন এক ফুটবলার যে জানে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্ষুধা ও যেকোনো পর্যায়ে নিজেকে প্রমাণ করার তাড়না অনেক বেশি কাজ করে। এই খেলার ইতিহাসে মেসিই সেরা খেলোয়াড়।’
মেসির জাদুকরি গোলে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধ পোর্তো শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু মায়ামির। ৪৭ থেকে ৫৪—৭ মিনিটের ব্যবধানে মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া ও মেসি গোল করে দলের জয়ে অবদান রাখেন। মেসির জাদুকরি গোলের রাতে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মাশচেরানোর মতে মেসির মতো ফুটবলার সহজে হাল ছাড়েন না। মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাকে পাওয়া আমাদের জন্য অনেক বড় সুবিধা। এমনকি ক্লান্তি ও আঘাত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও রক্ষণ সামলে দলকে জেতাতে সাহায্য করেছে। জেতার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে।’

ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম সফল হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’ মায়ামিতে মেসি-মাশচেরানো দুই ভূমিকায় থাকলেও এক সময় তাঁরা ছিলেন সতীর্থ। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে জুটি বেঁধে অনেক ম্যাচ খেলেছেন তাঁরা।
‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে