
বয়স যেন শুধুই একটি সংখ্যা লিওনেল মেসির কাছে। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো দারুণ ছন্দে আছেন। জাদুকরি গোলে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ভক্ত-সমর্থক থেকে শুরু করে কোচ—সবারই প্রশংসা পাচ্ছেন মেসি।
ফিফা ক্লাব বিশ্বকাপে গত রাতে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-পোর্তো। এই ম্যাচে মেসির একটি গোল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৪ মিনিটে দূরপাল্লার ফ্রি কিকে বাঁ পায়ের জাদুতে দুর্দান্ত গোল করেন তিনি। পোর্তোর রক্ষণদুর্গ ভেদ করে বলটি এমনভাবে গিয়েছে যে বাঁ দিকে ঝাঁপিয়েও নাগাল পাননি পোর্তো গোলরক্ষক ক্লদিও রামোস। জাদুকরি গোল করা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। ম্যাচ শেষে মাশচেরানো বলেন, ‘সে এমন এক ফুটবলার যে জানে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্ষুধা ও যেকোনো পর্যায়ে নিজেকে প্রমাণ করার তাড়না অনেক বেশি কাজ করে। এই খেলার ইতিহাসে মেসিই সেরা খেলোয়াড়।’
মেসির জাদুকরি গোলে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধ পোর্তো শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু মায়ামির। ৪৭ থেকে ৫৪—৭ মিনিটের ব্যবধানে মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া ও মেসি গোল করে দলের জয়ে অবদান রাখেন। মেসির জাদুকরি গোলের রাতে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মাশচেরানোর মতে মেসির মতো ফুটবলার সহজে হাল ছাড়েন না। মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাকে পাওয়া আমাদের জন্য অনেক বড় সুবিধা। এমনকি ক্লান্তি ও আঘাত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও রক্ষণ সামলে দলকে জেতাতে সাহায্য করেছে। জেতার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে।’

ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম সফল হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’ মায়ামিতে মেসি-মাশচেরানো দুই ভূমিকায় থাকলেও এক সময় তাঁরা ছিলেন সতীর্থ। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে জুটি বেঁধে অনেক ম্যাচ খেলেছেন তাঁরা।
‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে