Ajker Patrika

লিভারপুলের মালিকানার কিছু অংশ ছেড়ে দিচ্ছে এফএসজি

লিভারপুলের মালিকানার কিছু অংশ ছেড়ে দিচ্ছে এফএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মালিকানা এখন হরহামেশাই পরিবর্তন হচ্ছে। এখন লিভারপুলও তাদের মালিকানার কিছু বিক্রি করে দিচ্ছে। ইংল্যান্ডের ওয়েবসাইট ‘দ্যা অ্যাথলেটিক’ লিভারপুলের মালিকানা বিক্রির খবর জানিয়েছে।

লিভারপুলের মূল অংশের মালিকানা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি)। এই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে মালিকানার কিছু অংশ ছেড়ে দেওয়ার। এ জন্য এফএসজি বিভিন্ন পার্টিদের অফার দিচ্ছে। এফএসজি ২০১০ সালে লিভারপুল কিনে নিয়েছিল। 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে মালিকানা পরিবর্তনের ব্যাপারে অনেক গুঞ্জন উঠেছে। লিভারপুলে এফএসজির মালিকানা নিয়ে আমাদের অনেক জিজ্ঞেস করা হচ্ছে। লিভারপুলের মালিক হতে অনেক তৃতীয় পার্টিই আগ্রহ প্রকাশ করেছে। এফএসজি এর আগেও বলেছে, সঠিক নিয়ম ও শর্ত মেনে লিভারপুলের বৃহত্তর স্বার্থে আমরা নতুনদের কাছে মালিকানা দিয়ে যাব।আমরা সব আপডেট আপনাদেরকে জানাব।’

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে লিভারপুলের। এফএ কাপ এবং ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এই দুটোতে হয়েছিল রানারআপ।

তবে চলতি মৌসুমটা লিভারপুলের জন্য কাটছে অম্লমধুর। তারা প্রিমিয়ার লিগে এখন আছে আট নম্বরে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ রানারআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে লিভারপুল। শেষ ষোলোতে অলরেডদের প্রতিপক্ষ গত চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত