ক্রীড়া ডেস্ক

ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু মাঠের পারফরম্যান্সে ব্রাজিল ছিটেফোঁটাও দেখাতে পারল না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হেরেছে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ছাঁটাইয়ের গুঞ্জন ডালপালা মেলেছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ‘ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও তেমন একটা ভালো নয়।’ আর্জেন্টিনার কাছে ভরাডুবির পর দরিভালের ওপর যে বাড়তি চাপ আসছে, সেটা সবাই বুঝতে পেরেছেন। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আসলে এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে।’
‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) যথেষ্ট সময় পেতে দরিভালের বিকল্প খুঁজছে। সে ক্ষেত্রে কার্লো আনচেলত্তি, ফিলিপ লুইসের মতো কোচদের কথা সিবিএফ ভাবছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কিন্তু এ বছরের জুনে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সে কারণে নতুন কোচের চিন্তা থেকে দূরেই থাকতে হচ্ছে তাদের।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ছয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দল আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৪ মার্চ। বাছাইপর্বের তৃতীয় দল হিসেবে আজ আর্জেন্টিনা কেটেছে বিশ্বকাপের টিকিট। সেই সুসংবাদ তারা পেয়েছে ব্রাজিলের বিপক্ষে নামার আগেই। কারণ, এর আগে বাছাইপর্বের উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হয়েছে।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট নিয়ে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। বোঝাই যাচ্ছে, ৪-১ গোলে হারের পর গোল ব্যবধানের কারণে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ৩১ ও ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডর। সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে ব্রাজিল কোচের দায়িত্বে দরিভাল। তাঁর অধীনে দলটি খেলেছে ১৬ ম্যাচ। কেবল ৭ ম্যাচ জিতেছে সেলেসাওরা।

ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু মাঠের পারফরম্যান্সে ব্রাজিল ছিটেফোঁটাও দেখাতে পারল না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হেরেছে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ছাঁটাইয়ের গুঞ্জন ডালপালা মেলেছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ‘ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও তেমন একটা ভালো নয়।’ আর্জেন্টিনার কাছে ভরাডুবির পর দরিভালের ওপর যে বাড়তি চাপ আসছে, সেটা সবাই বুঝতে পেরেছেন। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আসলে এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে।’
‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) যথেষ্ট সময় পেতে দরিভালের বিকল্প খুঁজছে। সে ক্ষেত্রে কার্লো আনচেলত্তি, ফিলিপ লুইসের মতো কোচদের কথা সিবিএফ ভাবছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কিন্তু এ বছরের জুনে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সে কারণে নতুন কোচের চিন্তা থেকে দূরেই থাকতে হচ্ছে তাদের।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ছয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দল আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৪ মার্চ। বাছাইপর্বের তৃতীয় দল হিসেবে আজ আর্জেন্টিনা কেটেছে বিশ্বকাপের টিকিট। সেই সুসংবাদ তারা পেয়েছে ব্রাজিলের বিপক্ষে নামার আগেই। কারণ, এর আগে বাছাইপর্বের উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হয়েছে।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট নিয়ে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। বোঝাই যাচ্ছে, ৪-১ গোলে হারের পর গোল ব্যবধানের কারণে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ৩১ ও ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডর। সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে ব্রাজিল কোচের দায়িত্বে দরিভাল। তাঁর অধীনে দলটি খেলেছে ১৬ ম্যাচ। কেবল ৭ ম্যাচ জিতেছে সেলেসাওরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে