ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু মাঠের পারফরম্যান্সে ব্রাজিল ছিটেফোঁটাও দেখাতে পারল না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হেরেছে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ছাঁটাইয়ের গুঞ্জন ডালপালা মেলেছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ‘ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও তেমন একটা ভালো নয়।’ আর্জেন্টিনার কাছে ভরাডুবির পর দরিভালের ওপর যে বাড়তি চাপ আসছে, সেটা সবাই বুঝতে পেরেছেন। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আসলে এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে।’
‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) যথেষ্ট সময় পেতে দরিভালের বিকল্প খুঁজছে। সে ক্ষেত্রে কার্লো আনচেলত্তি, ফিলিপ লুইসের মতো কোচদের কথা সিবিএফ ভাবছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কিন্তু এ বছরের জুনে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সে কারণে নতুন কোচের চিন্তা থেকে দূরেই থাকতে হচ্ছে তাদের।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ছয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দল আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৪ মার্চ। বাছাইপর্বের তৃতীয় দল হিসেবে আজ আর্জেন্টিনা কেটেছে বিশ্বকাপের টিকিট। সেই সুসংবাদ তারা পেয়েছে ব্রাজিলের বিপক্ষে নামার আগেই। কারণ, এর আগে বাছাইপর্বের উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হয়েছে।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট নিয়ে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। বোঝাই যাচ্ছে, ৪-১ গোলে হারের পর গোল ব্যবধানের কারণে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ৩১ ও ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডর। সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে ব্রাজিল কোচের দায়িত্বে দরিভাল। তাঁর অধীনে দলটি খেলেছে ১৬ ম্যাচ। কেবল ৭ ম্যাচ জিতেছে সেলেসাওরা।
ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু মাঠের পারফরম্যান্সে ব্রাজিল ছিটেফোঁটাও দেখাতে পারল না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হেরেছে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ছাঁটাইয়ের গুঞ্জন ডালপালা মেলেছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ‘ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও তেমন একটা ভালো নয়।’ আর্জেন্টিনার কাছে ভরাডুবির পর দরিভালের ওপর যে বাড়তি চাপ আসছে, সেটা সবাই বুঝতে পেরেছেন। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আসলে এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে।’
‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) যথেষ্ট সময় পেতে দরিভালের বিকল্প খুঁজছে। সে ক্ষেত্রে কার্লো আনচেলত্তি, ফিলিপ লুইসের মতো কোচদের কথা সিবিএফ ভাবছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কিন্তু এ বছরের জুনে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সে কারণে নতুন কোচের চিন্তা থেকে দূরেই থাকতে হচ্ছে তাদের।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ছয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দল আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৪ মার্চ। বাছাইপর্বের তৃতীয় দল হিসেবে আজ আর্জেন্টিনা কেটেছে বিশ্বকাপের টিকিট। সেই সুসংবাদ তারা পেয়েছে ব্রাজিলের বিপক্ষে নামার আগেই। কারণ, এর আগে বাছাইপর্বের উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হয়েছে।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট নিয়ে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। বোঝাই যাচ্ছে, ৪-১ গোলে হারের পর গোল ব্যবধানের কারণে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ৩১ ও ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডর। সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে ব্রাজিল কোচের দায়িত্বে দরিভাল। তাঁর অধীনে দলটি খেলেছে ১৬ ম্যাচ। কেবল ৭ ম্যাচ জিতেছে সেলেসাওরা।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৯ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১০ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১১ ঘণ্টা আগে