
ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।
এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড। ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।

ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।
এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড। ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে