ক্রীড়া ডেস্ক

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
ছেলেদের ফুটসালে বাংলাদেশের হাতেখড়ি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে। মালয়েশিয়ায় তিন ম্যাচের তিনটিতেই হারে বাংলাদেশ। এরপরই ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ হাতে নেয় সাফ।
ফুটসালের জন্য আলাদা করে কোনো স্টেডিয়াম নেই। কাঠামোগত অভাব থাকা সত্ত্বেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমাদের দল প্রায় দেড় মাস একসঙ্গে অনুশীলন নিয়েছে। যেহেতু বাংলাদেশে আমাদের সঠিক ফুটসাল স্টেডিয়াম নেই, তাই ১০ দিন আগে থাইল্যান্ডে আসা আমাদের অনেক ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে।’
ভারত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। তিনি বলেন, ‘দলের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে এবং আমরা প্রতিদিন উন্নতি করছি। আমাদের প্রস্তুতি সত্যিই ভালো হয়েছে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
বাংলাদেশের মতো সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে ভারতও। ৩ ম্যাচ খেলে মূল পর্বে উঠতে না পারলেও একটিতে জয় পায় তারা। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতের কোচ রেজা কর্দি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া, আমাদের খেলার ধরন অনুযায়ী উন্নতি করা এবং ভারতকে দক্ষিণ এশিয়ার ফুটসালে একটি শক্তিশালী উদীয়মান দল হিসেবে প্রতিষ্ঠিত করা।’
বাংলাদেশ-ভারতসহ সাফ ফুটসালে অংশ নিয়েছে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। নারী ফুটসালে কাল প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
ছেলেদের ফুটসালে বাংলাদেশের হাতেখড়ি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে। মালয়েশিয়ায় তিন ম্যাচের তিনটিতেই হারে বাংলাদেশ। এরপরই ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ হাতে নেয় সাফ।
ফুটসালের জন্য আলাদা করে কোনো স্টেডিয়াম নেই। কাঠামোগত অভাব থাকা সত্ত্বেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমাদের দল প্রায় দেড় মাস একসঙ্গে অনুশীলন নিয়েছে। যেহেতু বাংলাদেশে আমাদের সঠিক ফুটসাল স্টেডিয়াম নেই, তাই ১০ দিন আগে থাইল্যান্ডে আসা আমাদের অনেক ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে।’
ভারত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। তিনি বলেন, ‘দলের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে এবং আমরা প্রতিদিন উন্নতি করছি। আমাদের প্রস্তুতি সত্যিই ভালো হয়েছে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
বাংলাদেশের মতো সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে ভারতও। ৩ ম্যাচ খেলে মূল পর্বে উঠতে না পারলেও একটিতে জয় পায় তারা। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতের কোচ রেজা কর্দি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া, আমাদের খেলার ধরন অনুযায়ী উন্নতি করা এবং ভারতকে দক্ষিণ এশিয়ার ফুটসালে একটি শক্তিশালী উদীয়মান দল হিসেবে প্রতিষ্ঠিত করা।’
বাংলাদেশ-ভারতসহ সাফ ফুটসালে অংশ নিয়েছে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। নারী ফুটসালে কাল প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিনদিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধ
৭ মিনিট আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
৩ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৩ ঘণ্টা আগে