
স্লাইড করে বল জালে পাঠিয়ে দেওয়া— ক্যারিয়ারে এমন দর্শনীয় কত গোলই তো করেছেন রবার্তো ফিরমিনো। কাল সেটি আবার দেখল অ্যানফিল্ডের দর্শকেরা। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর মোহামেদ সালাহর পাস থেকে লিভারপুলকে সমতায় ফেরানো গোল— এমন কত ম্যাচই তো বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে এমন দৃশ্য আর দেখা যাবে অ্যানফিল্ডে। গতকাল লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ৩১ বছর বয়সী তারকা। ফিরমিনোর বিদায় যে আসবে অবশেষে সেটি সবাই জানতেন। মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি।
কয়েক দিন আগে লিভারপুলও জানায়, ফিরমিনোসহ আরও তিন তারকার অ্যানফিল্ড ছাড়ার কথা। দীর্ঘদিনের সঙ্গী মিডফিল্ডার জেমস মিলনার, অ্যালেক্স অক্সালাড-চেম্বারলেইন ও নাবি কেইতাকেও আর দেখা যাবে অলরেড জার্সিতে।
ইয়ুর্গেন ক্লপের অধীনে মোহামেদ সালাহ-সাদিও মানের সঙ্গে বিশ্বের সেরা আক্রমণাত্মক জুটি হয়ে ওঠা থেকে ৩০ বছর পর লিভারপুলের প্রিমিয়ার লিগ ও ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের খরা ঘোচানো— ফিরমিনো কত কিছুর স্বাক্ষী হয়ে আছেন অ্যানফিল্ডে। বিদায়টা ঘরের সমর্থকদের সামনে নিতে চেয়েছিলেন তিনি।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি ছিল চলতি মৌসুমে নিজেদের মাঠে লিভারপুলের শেষ ম্যাচ। আর এমন ম্যাচেই নিজেকে আরেকবার প্রমাণ করলেন ফিরমিনো। অলরেডদের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে পুরোনো দিনের কথায় মনে করিয়ে দিয়েছেন তিনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২৭ মিনিটে পিছিয়ে পড়া লিভারপুলকে বাঁচিয়েছেন। ৮৯ মিনিটে সালাহর পাস থেকে ফিরমিনোর গোলেই সমতায় ফেরে ক্লপের দল। ৭২ মিনিটে মাঠে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
তার আগে ৫৪ মিনিটে ভিএআরে কোডি গাকপোর গোলটি বাতিল না হলে সমতায় ফেরা হতো ক্লপের শিষ্যদের। তবে ফুটবল ঈশ্বর হয়তো চেয়েছিলেন, ফিরমিনোকে দিয়ে শেষটা রাঙাতে। এমনকিছু যে তাঁর প্রাপ্য, তাঁকেই মানায়। হলোও তাই। ম্যাচ শেষে কান্নাভেজা চোখে যখন অ্যানফিল্ডের দর্শকদের দিকে তাকাচ্ছিলেন, তখন নিশ্চয় গত আট বছরের অসংখ্য টুকরো স্মৃতি মনে পড়ে গেছে তাঁর। ২০১৫ সাল থেকেই তো লিভারপুলের লাল জার্সির একজন তিনি। ফিরমিনোর মতো মিলনারও অ্যানফিল্ডে আসেন একই বছর। আর দুজনের বিদায়ও একই দিনে। অ্যাস্টন ভিলার বিপক্ষে এই ইংলিশ তারকাও মাঠে নামেন বদলি হিসেবে। সমর্থকেরাও দুজনকে বিদায় জানিয়েছেন হাসিমুখে। তবে নিজেদের কান্না লুকাতে ফিরমিনো-মিলনার।
লিগের আরেক ম্যাচে কাসেমিরোর গোলে বোর্নমাউথকে তাদেরই মাঠে ১-০ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার চারে রেড ডেভিলরা। তবে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছে টটেনহাম। শুরুতে হ্যারি কেইনের গোলে এগিয়ে গেলেও ৩-১ গোলে হেরেছে স্পার্সরা। ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আটে টটেনহাম। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। ক্লপের দল মৌসুমের শেষ ম্যাচ খেলবে সাউদ্যাম্পটনের মাঠে।

স্লাইড করে বল জালে পাঠিয়ে দেওয়া— ক্যারিয়ারে এমন দর্শনীয় কত গোলই তো করেছেন রবার্তো ফিরমিনো। কাল সেটি আবার দেখল অ্যানফিল্ডের দর্শকেরা। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর মোহামেদ সালাহর পাস থেকে লিভারপুলকে সমতায় ফেরানো গোল— এমন কত ম্যাচই তো বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে এমন দৃশ্য আর দেখা যাবে অ্যানফিল্ডে। গতকাল লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ৩১ বছর বয়সী তারকা। ফিরমিনোর বিদায় যে আসবে অবশেষে সেটি সবাই জানতেন। মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি।
কয়েক দিন আগে লিভারপুলও জানায়, ফিরমিনোসহ আরও তিন তারকার অ্যানফিল্ড ছাড়ার কথা। দীর্ঘদিনের সঙ্গী মিডফিল্ডার জেমস মিলনার, অ্যালেক্স অক্সালাড-চেম্বারলেইন ও নাবি কেইতাকেও আর দেখা যাবে অলরেড জার্সিতে।
ইয়ুর্গেন ক্লপের অধীনে মোহামেদ সালাহ-সাদিও মানের সঙ্গে বিশ্বের সেরা আক্রমণাত্মক জুটি হয়ে ওঠা থেকে ৩০ বছর পর লিভারপুলের প্রিমিয়ার লিগ ও ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের খরা ঘোচানো— ফিরমিনো কত কিছুর স্বাক্ষী হয়ে আছেন অ্যানফিল্ডে। বিদায়টা ঘরের সমর্থকদের সামনে নিতে চেয়েছিলেন তিনি।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি ছিল চলতি মৌসুমে নিজেদের মাঠে লিভারপুলের শেষ ম্যাচ। আর এমন ম্যাচেই নিজেকে আরেকবার প্রমাণ করলেন ফিরমিনো। অলরেডদের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে পুরোনো দিনের কথায় মনে করিয়ে দিয়েছেন তিনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২৭ মিনিটে পিছিয়ে পড়া লিভারপুলকে বাঁচিয়েছেন। ৮৯ মিনিটে সালাহর পাস থেকে ফিরমিনোর গোলেই সমতায় ফেরে ক্লপের দল। ৭২ মিনিটে মাঠে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
তার আগে ৫৪ মিনিটে ভিএআরে কোডি গাকপোর গোলটি বাতিল না হলে সমতায় ফেরা হতো ক্লপের শিষ্যদের। তবে ফুটবল ঈশ্বর হয়তো চেয়েছিলেন, ফিরমিনোকে দিয়ে শেষটা রাঙাতে। এমনকিছু যে তাঁর প্রাপ্য, তাঁকেই মানায়। হলোও তাই। ম্যাচ শেষে কান্নাভেজা চোখে যখন অ্যানফিল্ডের দর্শকদের দিকে তাকাচ্ছিলেন, তখন নিশ্চয় গত আট বছরের অসংখ্য টুকরো স্মৃতি মনে পড়ে গেছে তাঁর। ২০১৫ সাল থেকেই তো লিভারপুলের লাল জার্সির একজন তিনি। ফিরমিনোর মতো মিলনারও অ্যানফিল্ডে আসেন একই বছর। আর দুজনের বিদায়ও একই দিনে। অ্যাস্টন ভিলার বিপক্ষে এই ইংলিশ তারকাও মাঠে নামেন বদলি হিসেবে। সমর্থকেরাও দুজনকে বিদায় জানিয়েছেন হাসিমুখে। তবে নিজেদের কান্না লুকাতে ফিরমিনো-মিলনার।
লিগের আরেক ম্যাচে কাসেমিরোর গোলে বোর্নমাউথকে তাদেরই মাঠে ১-০ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার চারে রেড ডেভিলরা। তবে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছে টটেনহাম। শুরুতে হ্যারি কেইনের গোলে এগিয়ে গেলেও ৩-১ গোলে হেরেছে স্পার্সরা। ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আটে টটেনহাম। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। ক্লপের দল মৌসুমের শেষ ম্যাচ খেলবে সাউদ্যাম্পটনের মাঠে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৬ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে