নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুনের সেই ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এর চেয়েও বড় কথা, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। সব ঠিক থাকলে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন সমিত সোম।
গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। জাতীয় স্টেডিয়াম যেহেতু নতুন রূপে সেজেছে আর জুনে আবহাওয়া গরম থাকাটাও স্বাভাবিক, তাই সিঙ্গাপুরের ম্যাচটি শুরু হতে পারে সন্ধ্যা ৭টার দিকে। কৃত্রিম আলোয় হামজাদের খেলা দেখতে পাবেন দর্শকেরা।
ম্যাচের এক ঘণ্টা আগে ১০ থেকে ১৫ মিনিটের একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। লেজার শোসহ আরও কিছু জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, যা সমর্থকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছে। এএফসির অনুমতি পেলে ম্যাচের বিরতিতেও আয়োজন রাখতে চায় বাফুফে। তবে সেটি ৫ মিনিটের বেশি নয়।
গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন প্রায় সাড়ে ২২ হাজার দর্শক। তবে খেলা নিয়ে আগ্রহের মাত্রাটা এর চেয়ে বেশি। সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে বাফুফে। তাই আট বিভাগে আলাদা করে ফ্যান জোন করবে। টিকিটের পুরো প্রক্রিয়াই এবার অনলাইনে রাখা হয়েছে। টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে দর্শকদের। মূলত ছয়টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বাফুফে। সাধারণ গ্যালারি। থাকছে ক্লাব হাউস গ্যালারি (১-২), ভিআইপি গ্যালারি (১-২), স্কাই ভিউ গ্যালারি, হসপিটালিটি বক্স ও প্রেসিডেন্ট বক্স।
টিকিট কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বাফুফে। গতকাল পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে কম্পিটিশন কমিটি। সভা শেষে কমিটির সদস্য বাফুফে ভবনে তাজওয়ার আউয়াল বলেন, ‘আমাদের সাধারণ গ্যালারিতে পশ্চিম ও পূর্ব মিলিয়ে ১৮ হাজার ৩০০ সিট আছে। কিছু চেয়ার সরিয়ে মশালের পাশের জায়গায় বসানো হবে। যেন আমাদের আসনে কোনো ঘাটতি না থাকে। নতুন একটি এরিয়া খুলেছি আমরা, সেটা হলো স্কাই ভিউ। ভিআইপি বক্সের ছাদে বসে খেলা দেখা যাবে। আমরা নিজেরা বসে দেখেছি সেখান থেকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলা দেখা যায়।’
ম্যাচ ঘিরে সব উদ্যোগের আগামী সপ্তাহে এক এক করে সব আয়োজনের ঘোষণা দেবে বাফুফে।

খেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুনের সেই ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এর চেয়েও বড় কথা, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। সব ঠিক থাকলে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন সমিত সোম।
গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। জাতীয় স্টেডিয়াম যেহেতু নতুন রূপে সেজেছে আর জুনে আবহাওয়া গরম থাকাটাও স্বাভাবিক, তাই সিঙ্গাপুরের ম্যাচটি শুরু হতে পারে সন্ধ্যা ৭টার দিকে। কৃত্রিম আলোয় হামজাদের খেলা দেখতে পাবেন দর্শকেরা।
ম্যাচের এক ঘণ্টা আগে ১০ থেকে ১৫ মিনিটের একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। লেজার শোসহ আরও কিছু জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, যা সমর্থকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছে। এএফসির অনুমতি পেলে ম্যাচের বিরতিতেও আয়োজন রাখতে চায় বাফুফে। তবে সেটি ৫ মিনিটের বেশি নয়।
গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন প্রায় সাড়ে ২২ হাজার দর্শক। তবে খেলা নিয়ে আগ্রহের মাত্রাটা এর চেয়ে বেশি। সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে বাফুফে। তাই আট বিভাগে আলাদা করে ফ্যান জোন করবে। টিকিটের পুরো প্রক্রিয়াই এবার অনলাইনে রাখা হয়েছে। টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে দর্শকদের। মূলত ছয়টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বাফুফে। সাধারণ গ্যালারি। থাকছে ক্লাব হাউস গ্যালারি (১-২), ভিআইপি গ্যালারি (১-২), স্কাই ভিউ গ্যালারি, হসপিটালিটি বক্স ও প্রেসিডেন্ট বক্স।
টিকিট কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বাফুফে। গতকাল পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে কম্পিটিশন কমিটি। সভা শেষে কমিটির সদস্য বাফুফে ভবনে তাজওয়ার আউয়াল বলেন, ‘আমাদের সাধারণ গ্যালারিতে পশ্চিম ও পূর্ব মিলিয়ে ১৮ হাজার ৩০০ সিট আছে। কিছু চেয়ার সরিয়ে মশালের পাশের জায়গায় বসানো হবে। যেন আমাদের আসনে কোনো ঘাটতি না থাকে। নতুন একটি এরিয়া খুলেছি আমরা, সেটা হলো স্কাই ভিউ। ভিআইপি বক্সের ছাদে বসে খেলা দেখা যাবে। আমরা নিজেরা বসে দেখেছি সেখান থেকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলা দেখা যায়।’
ম্যাচ ঘিরে সব উদ্যোগের আগামী সপ্তাহে এক এক করে সব আয়োজনের ঘোষণা দেবে বাফুফে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে