
এমিরেটস স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যামের রক্ষণভাগ। ব্রাজিলিয়ান কোচ তিতের একাদশে জায়গা না হলেও মিকেল আর্তেতার আর্সেনালের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন জেসুস। আজ শনিবার ঘরের মাঠে জেসুস এবং দুই মিডফিল্ডার গ্রানিত জাকা ও টমাস পার্টির গোলে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বি জিতে নিলো গানাররা। স্পার্সদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ঘরের মাঠে স্কোরটা হালির বেশিও হতে পারত স্বাগতিকদের। তাদের ২২ শটের আটটিই ছিল লক্ষ্যে। তবে বারবার হতাশ হতে হয়েছে কেবল ফিনিশিং এবং টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের কাছে। তবুও জয় পেতে বেগ পেতে হয়নি। গতবারের মতো চলতি মৌসুমেও এমিরেটসে প্রথম উত্তর লন্ডন ডার্বির ফল একই হলো (৩–১)। যদিও গতবার টটেনহ্যামের মাঠে গিয়ে পরে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের ২০ মিনিটে ঘানার মিডফিল্ডার পার্টি আর্সেনালকে এগিয়ে দেন। বেন হোয়াইটের থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শট নেন তিনি। ৩১ মিনিটে সফল স্পট কিকে কেন টটেনহ্যামকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান জেসুস। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোল এটি। ৬২ মিনিটে জাকাকে বাজেভাবে ট্যাকেল করে লালকার্ড দেখেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। তখন প্রতিপক্ষের মাঠে আরও কোণঠাসায় পড়ে যায় আন্তনিও কন্তের দল। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। যার সুবাদে ৬৭ মিনিটে সুইডিশ মিডফিল্ডার জাকা আর্সেনালকে আরও একবার এগিয়ে নেন।
পরে গোল করার উদ্দেশ্য বাদ দিয়ে ১০ জনের টটেনহ্যামকে নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাতে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বিতে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এ জয়ে লিগে আট ম্যাচে সাত জয় ও এক পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্টে দুইয়ে ম্যানেচেস্টার সিটি।

এমিরেটস স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যামের রক্ষণভাগ। ব্রাজিলিয়ান কোচ তিতের একাদশে জায়গা না হলেও মিকেল আর্তেতার আর্সেনালের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন জেসুস। আজ শনিবার ঘরের মাঠে জেসুস এবং দুই মিডফিল্ডার গ্রানিত জাকা ও টমাস পার্টির গোলে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বি জিতে নিলো গানাররা। স্পার্সদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ঘরের মাঠে স্কোরটা হালির বেশিও হতে পারত স্বাগতিকদের। তাদের ২২ শটের আটটিই ছিল লক্ষ্যে। তবে বারবার হতাশ হতে হয়েছে কেবল ফিনিশিং এবং টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের কাছে। তবুও জয় পেতে বেগ পেতে হয়নি। গতবারের মতো চলতি মৌসুমেও এমিরেটসে প্রথম উত্তর লন্ডন ডার্বির ফল একই হলো (৩–১)। যদিও গতবার টটেনহ্যামের মাঠে গিয়ে পরে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের ২০ মিনিটে ঘানার মিডফিল্ডার পার্টি আর্সেনালকে এগিয়ে দেন। বেন হোয়াইটের থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শট নেন তিনি। ৩১ মিনিটে সফল স্পট কিকে কেন টটেনহ্যামকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান জেসুস। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোল এটি। ৬২ মিনিটে জাকাকে বাজেভাবে ট্যাকেল করে লালকার্ড দেখেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। তখন প্রতিপক্ষের মাঠে আরও কোণঠাসায় পড়ে যায় আন্তনিও কন্তের দল। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। যার সুবাদে ৬৭ মিনিটে সুইডিশ মিডফিল্ডার জাকা আর্সেনালকে আরও একবার এগিয়ে নেন।
পরে গোল করার উদ্দেশ্য বাদ দিয়ে ১০ জনের টটেনহ্যামকে নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাতে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বিতে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এ জয়ে লিগে আট ম্যাচে সাত জয় ও এক পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্টে দুইয়ে ম্যানেচেস্টার সিটি।

মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৫ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
৩ ঘণ্টা আগে