Ajker Patrika

কার্ডের বন্যায় ভাসানো রেফারিকে ধুয়ে দিলেন মেসি-মার্তিনেজরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৯
কার্ডের বন্যায় ভাসানো রেফারিকে ধুয়ে দিলেন মেসি-মার্তিনেজরা

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে আন্তোনিও মাতেও লাহোজ যেন কার্ড দেখানোর রেকর্ড গড়তে নেমেছিলেন। লুসাইলে গতকাল একটু পরপরই তিনি পকেট থেকে উঠিয়ে কার্ড বের করছিলেন। স্প্যানিশ এই রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ।

লোহাজ গতকাল কোয়ার্টার ফাইনালে যেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফুটবলারদের একটু অসতর্কতা, ডাগআউট থেকে কোচিং স্টাফ, বদলি খেলোয়াড় সবাইকে কার্ড দেখাচ্ছিলেন। যাচ্ছিলেন না কেউই। ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি, যার মধ্যে আছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলকেই আটটি করে হলুদ কার্ড দেখিয়েছেন, যেখানে টাইব্রেকারের সময় দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ডেনজেল ডামফ্রিস। পেনাল্টি শ্যুটআউটের সময় হলুদ কার্ড দেখেন ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং।

এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোহাজকে রেফারির দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না। রেফারি তাঁর কাজে ব্যর্থ হলে তো হবে না।’

মেসির মতো এমিলিয়ানো মার্তিনেজও রেফারি লাহোজের কঠোর সমালোচনা করেছেন। মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ১০ মিনিট দিয়েছেন। দুই থেকে তিনবার বক্সের বাইরে থেকে তাদের ফ্রিকিক নিতে দিয়েছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ