ক্রীড়া ডেস্ক

২০২১ কোপা আমেরিকা থেকে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্ব শুরু। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো মেজর শিরোপা জয়ের পাশাপাশি প্রীতি ম্যাচ, বাছাইপর্বের ম্যাচগুলো জিতে চলেছে আলবিসেলেস্তেরা। তাতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। এমন সময়ে আর্জেন্টাইনদের দুঃসংবাদ দিল প্যারাগুয়ে।
আর্জেন্টিনার ম্যাচ বিশ্বের যে মাঠেই হোক না কেন, গ্যালারি কীভাবে আকাশী-নীল জার্সিতে ছেয়ে যায় সেটা সবারই জানা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এ মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার মাঠে নামছে আকাশী নীলরা। প্যারাগুয়ের আসুন সিওনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া। স্পেনের সংবাদমাধ্যম ইএফইকে ভিলাসবোয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেব না। যাঁরা প্রতিপক্ষের জার্সি পরবেন, থাকতে পারবেন না তাঁরা।’
আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ লিওনেল মেসির বিশ্বজুড়ে কত ভক্ত-সমর্থক, তা গুণে বের করা কঠিন। গ্যালারিতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের বেশির ভাগই তাই মেসির ১০ নম্বর জার্সি পরে খেলা দেখেন। মেসির এই আইকনিক জার্সি পরেও খেলা দেখা যাবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তবে মেসির জন্যই কি এমন নিষেধাজ্ঞা, সেটা অবশ্য বলেননি ভিলাসবোয়া। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার বলেন,‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এটা হচ্ছে না। ফুটবলারদের ক্যারিয়ারকে আমরা অনেক সম্মান করি। এটা শুধু ঘরের মাঠে সুবিধা পেতে জরুরিভাবে আমরা নিয়েছি।’
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশী নীলরা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। প্যারাগুয়ের পর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। ২০ নভেম্বর আর্জেন্টিনা-পেরু ম্যাচ হবে লা বম্বনেরায়। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

২০২১ কোপা আমেরিকা থেকে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্ব শুরু। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো মেজর শিরোপা জয়ের পাশাপাশি প্রীতি ম্যাচ, বাছাইপর্বের ম্যাচগুলো জিতে চলেছে আলবিসেলেস্তেরা। তাতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। এমন সময়ে আর্জেন্টাইনদের দুঃসংবাদ দিল প্যারাগুয়ে।
আর্জেন্টিনার ম্যাচ বিশ্বের যে মাঠেই হোক না কেন, গ্যালারি কীভাবে আকাশী-নীল জার্সিতে ছেয়ে যায় সেটা সবারই জানা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এ মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার মাঠে নামছে আকাশী নীলরা। প্যারাগুয়ের আসুন সিওনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া। স্পেনের সংবাদমাধ্যম ইএফইকে ভিলাসবোয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেব না। যাঁরা প্রতিপক্ষের জার্সি পরবেন, থাকতে পারবেন না তাঁরা।’
আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ লিওনেল মেসির বিশ্বজুড়ে কত ভক্ত-সমর্থক, তা গুণে বের করা কঠিন। গ্যালারিতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের বেশির ভাগই তাই মেসির ১০ নম্বর জার্সি পরে খেলা দেখেন। মেসির এই আইকনিক জার্সি পরেও খেলা দেখা যাবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তবে মেসির জন্যই কি এমন নিষেধাজ্ঞা, সেটা অবশ্য বলেননি ভিলাসবোয়া। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার বলেন,‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এটা হচ্ছে না। ফুটবলারদের ক্যারিয়ারকে আমরা অনেক সম্মান করি। এটা শুধু ঘরের মাঠে সুবিধা পেতে জরুরিভাবে আমরা নিয়েছি।’
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশী নীলরা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। প্যারাগুয়ের পর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। ২০ নভেম্বর আর্জেন্টিনা-পেরু ম্যাচ হবে লা বম্বনেরায়। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে