নিজেকে যেন লাইমলাইটে রাখতে পছন্দ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, রোনালদো মানেই যেন সংবাদের শিরোনাম। এবারের বিশ্বকাপেও তিনি নানা ঘটনায় আলোচিত হচ্ছেন। গতকাল দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন পর্তুগিজ এই তারকা।
এডুকেশন সিটি স্টেডিয়ামে গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এই ম্যাচে এক কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষ খেলোয়াড় তাঁকে মাঠ ছাড়তে বলেছিলেন বলে জানিয়েছেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেন, ‘কোরিয়ার খেলোয়াড় আমাকে মাঠ ছাড়তে বলেছিল এবং আমি তাকে চুপ করতে বলেছিলাম কারণ তার কোনো অধিকার নেই। এখানে বিতর্কের কিছু নেই। রাগের মাথায় হয়ে গেছে। যা হয়েছে তা মাঠ পর্যন্তই।’
পিছিয়ে থেকে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে পর্তুগাল। ৬ ডিসেম্বর শেষ ষোলোর ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। রোনালদোর মতে, এখন দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবা উচিত পর্তুগালের। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার সবাইকে এক হতে হবে। আমরা পরের রাউন্ডে উঠে গেছি। শুধু খেলোয়াড়দেরই নয়, পর্তুগালের লোকদেরও আত্মবিশ্বাসী হতে হবে।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৪ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২০ ম্যাচে করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে