
পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। দল রাউন্ড অব সিক্সটিনে উঠলেও ‘অসন্তুষ্ট’ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলের খেলা নিয়ে সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ–‘ক্ষুব্ধ’ ফিফার শেষ ষোলোর সূচি নিয়ে।
পোল্যান্ড ম্যাচের ৭২ ঘণ্টা পরই দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। এই পর্বে প্রথম দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী রোববার রাত ১টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরও পোল্যান্ডের একদিন আগে দ্বিতীয় রাউন্ড খেলবে আর্জেন্টিনা। কম সময়ে খেলোয়াড়দের বিশ্রাম এবং অনুশীলনে ঘাটতি থেকে পারে মনে করছেন স্কালোনি।
গতকাল পোল্যান্ড ম্যাচের পর স্কালোনি বলেন, ‘আমি মনে করি এটি ‘পাগলামো’। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও মাত্র দুই দিন পর আবার আমরা খেলব। এটা রাত ১টায়। আগামীকাল আমাদের প্রস্তুত হতে হবে। এটা খুব ভালো অবস্থা নয়; কিন্তু আমাদের সবাইকে এটা (অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ) খেলতে হবে।’
লিওনেল স্কালোনির অধীনে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। কোপা আমেরিকা-ফিনালিসিমার পর–এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চোট এবং অফ-ফর্মের কারণে সৌদি আরবের দলের সেরা কম্বিনেশন পাননি স্কালোনি। ৩৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি হেরে যায় সৌদির বিপক্ষে। মেক্সিকো ম্যাচ থেকে গোছাতে শুরু করেছে আর্জেন্টিনা। পোলিশদের বিপক্ষে হয় তো সেরা কম্বিনেশনই খুঁজে পেয়েছেন স্কালোনি। সামনের পর্বে এই আর্জেন্টিনা যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হবে।

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। দল রাউন্ড অব সিক্সটিনে উঠলেও ‘অসন্তুষ্ট’ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলের খেলা নিয়ে সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ–‘ক্ষুব্ধ’ ফিফার শেষ ষোলোর সূচি নিয়ে।
পোল্যান্ড ম্যাচের ৭২ ঘণ্টা পরই দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। এই পর্বে প্রথম দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী রোববার রাত ১টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরও পোল্যান্ডের একদিন আগে দ্বিতীয় রাউন্ড খেলবে আর্জেন্টিনা। কম সময়ে খেলোয়াড়দের বিশ্রাম এবং অনুশীলনে ঘাটতি থেকে পারে মনে করছেন স্কালোনি।
গতকাল পোল্যান্ড ম্যাচের পর স্কালোনি বলেন, ‘আমি মনে করি এটি ‘পাগলামো’। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও মাত্র দুই দিন পর আবার আমরা খেলব। এটা রাত ১টায়। আগামীকাল আমাদের প্রস্তুত হতে হবে। এটা খুব ভালো অবস্থা নয়; কিন্তু আমাদের সবাইকে এটা (অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ) খেলতে হবে।’
লিওনেল স্কালোনির অধীনে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। কোপা আমেরিকা-ফিনালিসিমার পর–এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চোট এবং অফ-ফর্মের কারণে সৌদি আরবের দলের সেরা কম্বিনেশন পাননি স্কালোনি। ৩৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি হেরে যায় সৌদির বিপক্ষে। মেক্সিকো ম্যাচ থেকে গোছাতে শুরু করেছে আর্জেন্টিনা। পোলিশদের বিপক্ষে হয় তো সেরা কম্বিনেশনই খুঁজে পেয়েছেন স্কালোনি। সামনের পর্বে এই আর্জেন্টিনা যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে