
কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’

কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১৩ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৬ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪৪ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে