
কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’

কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে