
কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’

কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে