
ইংল্যান্ডকে আরেকবার সেমিফাইনালে তুললেও সমালোচনা থামছে না গ্যারেথ সাউথগেটকে নিয়ে। আক্রমণভাগে হ্যারি কেইন-জুড বেলিংহামের মতো তারকা থাকার পরেও ‘থ্রি লায়ন’দের থাবা গুটিয়ে বসে থাকায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তবে সেসব তোয়াক্কা না করে ইংলিশদের টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালের টিকিট এনে দিতে আজ রাতে সাউথগেটকে ভিন্ন দুয়ার খোলার দিকেই নজর দিতে হবে। সাজাতে হবে নতুন কৌশল। প্রতিপক্ষ যে বিশ্বের সেরা ডিফেন্ডারদের নিয়ে গড়া নেদারল্যান্ডস।
ফেবারিট তকমা নিয়েই এবারের ইউরোতে এসেছে ইংল্যান্ড। তবে সেমিফাইনালে উঠলেও সাউথগেটের শিষ্যরা ভয়ংকর রূপ দেখাতে পারেননি এখনো। উল্টো নকআউট পর্বে দিতে হয়েছে বড় দুই পরীক্ষা। স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোয় বেলিংহাম শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে অমন অনবদ্য সমতাসূচক গোলটি না করলে হয়তো আগেই ঘরে ফিরতে হতো তাঁদের। সেই ম্যাচের পর পূর্বসূরিদের নিয়ে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালেন শিয়েরার মন্তব্য, ‘যাচ্ছেতাই’!
কোয়ার্টার ফাইনালে বুকায়ো সাকার সমতাসূচক গোলের পর টাইব্রেকারে জেতা ম্যাচ দেখে ইংলিশদের নিয়ে ফ্রান্সের সাবেক ডিফেন্ডার এমানুয়েল পেতিত নাক সিটকে বলেছেন, ‘বিরক্তিকর’! তবে সমালোচনার মুখে পড়া ইংল্যান্ড কোচ পাশে পাচ্ছেন শিষ্যদের। ডিফেন্ডার লুক শ বুঝতেই পারছেন না গুরুকে নিয়ে সমালোচনার অর্থ, ‘আমরা তাঁকে ভালোবাসি। আমি এই সমালোচনার কিছুই বুঝতে পারছি না।’
আগের দুই ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে ইংল্যান্ড। ডাচদের বিপক্ষে সেটি সম্ভব হবে কি? নেদারল্যান্ডসের রক্ষণভাগে যে আছেন ভার্জিল ফন ডাইক-নাথান আকের মতো ডিফেন্ডার। প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ইংলিশদের ভালোই চেনা দুজনের। তবে কেইন-বেলিংহাম জ্বলে উঠতে পারলে কী হতে পারে, সেটি কারও অজানা নয়। গত মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। বেলিংহামও জিতেছেন লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। শেষ চারের ম্যাচটি আবার তাঁরই সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে। পুরোনো ঘরে ফিরে সাউথগেটের ঘাড় থেকে চাপ কমাতে পারবেন তো ২১ বছর বয়সী তারকা?
তবে ডাচদের বিপক্ষে বেলিংহামের বড় ভয় রেফারিকে নিয়ে। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফেলিক্স জাওয়ার। ডর্টমুন্ডে থাকার সময় বায়ার্নের বিপক্ষে হারের পর এই জার্মান কোচের সমালোচনা করে ৪০ হাজার ইউরো জরিমানা গুনেছিলেন ইংলিশ মিডফিল্ডার। জাওয়ার ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা গুনেছিলেন ৩০০ ইউরো। নিষেধাজ্ঞা থেকে ফিরে গত বছর নেশনস লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এমন এক রেফারিকে ইউরোর সেমিফাইনালের মতো বড় মঞ্চে দায়িত্ব দেওয়া নিয়ে তাই অনেক সমালোচনা হচ্ছে উয়েফার।

ইংল্যান্ডকে আরেকবার সেমিফাইনালে তুললেও সমালোচনা থামছে না গ্যারেথ সাউথগেটকে নিয়ে। আক্রমণভাগে হ্যারি কেইন-জুড বেলিংহামের মতো তারকা থাকার পরেও ‘থ্রি লায়ন’দের থাবা গুটিয়ে বসে থাকায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তবে সেসব তোয়াক্কা না করে ইংলিশদের টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালের টিকিট এনে দিতে আজ রাতে সাউথগেটকে ভিন্ন দুয়ার খোলার দিকেই নজর দিতে হবে। সাজাতে হবে নতুন কৌশল। প্রতিপক্ষ যে বিশ্বের সেরা ডিফেন্ডারদের নিয়ে গড়া নেদারল্যান্ডস।
ফেবারিট তকমা নিয়েই এবারের ইউরোতে এসেছে ইংল্যান্ড। তবে সেমিফাইনালে উঠলেও সাউথগেটের শিষ্যরা ভয়ংকর রূপ দেখাতে পারেননি এখনো। উল্টো নকআউট পর্বে দিতে হয়েছে বড় দুই পরীক্ষা। স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোয় বেলিংহাম শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে অমন অনবদ্য সমতাসূচক গোলটি না করলে হয়তো আগেই ঘরে ফিরতে হতো তাঁদের। সেই ম্যাচের পর পূর্বসূরিদের নিয়ে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালেন শিয়েরার মন্তব্য, ‘যাচ্ছেতাই’!
কোয়ার্টার ফাইনালে বুকায়ো সাকার সমতাসূচক গোলের পর টাইব্রেকারে জেতা ম্যাচ দেখে ইংলিশদের নিয়ে ফ্রান্সের সাবেক ডিফেন্ডার এমানুয়েল পেতিত নাক সিটকে বলেছেন, ‘বিরক্তিকর’! তবে সমালোচনার মুখে পড়া ইংল্যান্ড কোচ পাশে পাচ্ছেন শিষ্যদের। ডিফেন্ডার লুক শ বুঝতেই পারছেন না গুরুকে নিয়ে সমালোচনার অর্থ, ‘আমরা তাঁকে ভালোবাসি। আমি এই সমালোচনার কিছুই বুঝতে পারছি না।’
আগের দুই ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে ইংল্যান্ড। ডাচদের বিপক্ষে সেটি সম্ভব হবে কি? নেদারল্যান্ডসের রক্ষণভাগে যে আছেন ভার্জিল ফন ডাইক-নাথান আকের মতো ডিফেন্ডার। প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ইংলিশদের ভালোই চেনা দুজনের। তবে কেইন-বেলিংহাম জ্বলে উঠতে পারলে কী হতে পারে, সেটি কারও অজানা নয়। গত মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। বেলিংহামও জিতেছেন লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। শেষ চারের ম্যাচটি আবার তাঁরই সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে। পুরোনো ঘরে ফিরে সাউথগেটের ঘাড় থেকে চাপ কমাতে পারবেন তো ২১ বছর বয়সী তারকা?
তবে ডাচদের বিপক্ষে বেলিংহামের বড় ভয় রেফারিকে নিয়ে। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফেলিক্স জাওয়ার। ডর্টমুন্ডে থাকার সময় বায়ার্নের বিপক্ষে হারের পর এই জার্মান কোচের সমালোচনা করে ৪০ হাজার ইউরো জরিমানা গুনেছিলেন ইংলিশ মিডফিল্ডার। জাওয়ার ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা গুনেছিলেন ৩০০ ইউরো। নিষেধাজ্ঞা থেকে ফিরে গত বছর নেশনস লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এমন এক রেফারিকে ইউরোর সেমিফাইনালের মতো বড় মঞ্চে দায়িত্ব দেওয়া নিয়ে তাই অনেক সমালোচনা হচ্ছে উয়েফার।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
১২ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে