Ajker Patrika

১০ কোটি টাকা জরিমানা গুনতে হবে নেইমারকে

আপডেট : ২৩ জুন ২০২৩, ১২: ০১
১০ কোটি টাকা জরিমানা গুনতে হবে নেইমারকে

সময় বড্ড খারাপ যাচ্ছে নেইমারের। অনেক দিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে। আবার মাঠের বাইরের সময়টাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকার। সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক অবনতির দিকে।

ইতিমধ্যে অবশ্য প্রেমিকার অভিমান ভাঙাতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নেইমার। ক্ষমা চেয়ে বাগদত্তার কাছে পার পেলেও নতুন ঝামেলায় পার পাচ্ছেন না পিএসজি তারকা। ‘পরিবেশ আইন লঙ্ঘন’ করায় বড় শাস্তি গুনতে যাচ্ছেন তিনি। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে রিও ডি জেনিরো রাজ্যের মেয়র কার্যালয়।

রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় একটি ‘বড় নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু করেছিলেন নেইমার। কিন্তু নির্মাণকাজের জন্য রাজ্যের মেয়রের কাছে ‘পরিবেশগত অনুমোদন’ নেননি তিনি। এতে করে ব্রাজিলিয়ান তারকা বেশ কিছু পরিবেশ আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে মেয়র কর্তৃপক্ষ।

পরিবেশ আইন লঙ্ঘনের মধ্যে পড়েছে—জলপথের ভিন্নমাত্রা, নদী থেকে অননুমোদিত পানি উত্তোলন, খনন এবং মাটি, পাথর ও শিলার চলাচলের পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালু ব্যবহারও করেছে নেইমারের প্রতিষ্ঠান।

এসব আইন ভঙ্গের জন্য মেয়রের কার্যালয় বিবৃতিতে বলেছে, ‘পদক্ষেপগুলো মূল্যায়ন করে জরিমানা জারি করা হয়েছে। পরিবেশগত ক্ষতির জন্য জরিমানা কমপক্ষে ৫ মিলিয়ন রেইস করা হয়েছে,’ যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা। বিবৃতির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিলে থাকা নেইমারের প্রতিনিধিরা।

উল্টো জানা গেছে, নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নেইমারের বাবা নেইমার দা সিলভা নাকি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। সাবেক বার্সেলোনা তারকা ২০১৬ সালে ২.৫ একর জমি কিনেছিলেন। সেই সম্পত্তির ওপরে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত