Ajker Patrika

মেসিকে বেশি খাটানো হচ্ছে, বলছেন মায়ামির কোচ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৯: ২৯
মেসিকে বেশি খাটানো হচ্ছে, বলছেন মায়ামির কোচ

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়েছে সপ্তাহখানেক আগে। তার আগে ইন্টার মায়ামি বেরিয়েছিল এশিয়া সফরে। বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলে লিওনেল মেসিরা নেমে পড়েন এমএলএসের নতুন মৌসুমের প্রথম দিনেই। 

ইতিমধ্যে লিগে দুই ম্যাচ খেলে ফেলেছে মায়ামি। আগামীকাল মুখোমুখি হবে অরল্যান্ডো সিটির। এই ফ্লোরিডা ডার্বির আগে জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, মেসির কাছ থেকে আরও বেশি কাজের আশা করছে ইন্টার মায়ামি। অর্থাৎ, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অত্যধিক খাটানো হচ্ছে। মার্টিনো বলেছেন, ‘আমার মনে হয়, গত দুই ম্যাচে সে অনেক বেশি শক্তি ব্যয় করেছে। আমার কাজ হলো, দলকে এমনভাবে পরিচালিত করা যাতে তার সেরাটা ব্যবহার করতে পারি।’ 

প্রথম দুই ম্যাচে মায়ামি এক জয়ের সঙ্গে করেছে এক ড্র। নিজেদের মাঠে রিয়াল সল্ট লেকের বিপক্ষে জয়ের পর গত রোববার ড্র করেছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মাঠে। এ দুই ম্যাচেই মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। তবে এ মাসে আন্তর্জাতিক ও ক্লাবের হয়ে খুব ব্যস্ত সূচি বার্সেলানো ও পিএসজির সাবেক তারকার। যার জন্য মার্টিনো জানিয়েছেন, রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকার কাজের চাপ কমানোর পথ খুঁজছে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি কিছু বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি। সে কেমন খেলছে, দিনকে দিন কেমন খেলায় নিজেকে মেলে ধরছে সেটি নিয়েই আমার ভাবনা বেশি। আমার যেটা মনে হয়েছে, প্রথম দুই ম্যাচে আমরা তার ওপর বেশি নির্ভর করেছি। যেটা তাকে বেশি ক্লান্ত করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত