
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের ম্যাচে একই ব্যবধানে জিতেছে। হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। অন্যদিকে ঘানাকে ঠিক ৩-০ গোলেই হারিয়েছে ব্রাজিল। হন্ডুরাসকে হারিয়ে একটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড করতে না পারলেও নিজেদের রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। এর আগে ৩৩ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তারা। রেকর্ডটি ছিল নব্বইয়ের দশকে ১৯৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত আলফিও বাসিলের অধীনে। ৩৩ ম্যাচ অপরাজিত থাকার মধ্যে দুটি ছিল ‘রেস্ট অব আমেরিকা’ ও ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর বিপক্ষে। হন্ডুরাসকে হারিয়ে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি-মার্তিনেজরা।
বিশ্ব রেকর্ড ভাঙতে হলে আরও চার ম্যাচ টানা জিততে হবে মেসি-আনহেল দি মারিয়াদের। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি করেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ডটি গড়ে আজ্জুরিরা।
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে প্রতিপক্ষের বিপক্ষে ১৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। পাপু গোমেজের বাড়ানো বলে গোলটি করেন লাউতারা মার্তিনেজ। প্রথম গোলের সহায়তার পাশাপাশি জোড়া গোল করেছেন খুদে জাদুকর। আর্জেন্টাইন তারকা নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেছেন স্পটকিকে। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন দুর্দান্ত চিপে। তাঁর এই গোল থামানোর সাধ্য ছিল না হন্ডুরাসের গোলকিপারের।
অন্য প্রীতি ম্যাচে ঘানাকে নিয়ে অনেকটা ছেলেখেলা খেলেছে ব্রাজিল। যদিও ৩-০ গোলের স্কোরলাইন দেখে বোঝা যাবে না। ম্যাচে জোড়া গোল করেছেন রিচার্লিসন আর অন্যটি করেছেন মার্কিনিওস। প্রথমার্ধেই ৩ গোল পাওয়ায় দ্বিতীয়ার্ধে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখেছেন কোচ তিতে।
খেলা শুরুর ৮ মিনিটে রাফিনহার কর্নার থেকে দলকে হেডে প্রথম লিড এনে দেন মার্কিনিওস। আর ২৭ মিনিটে ডান প্রান্ত থেকে নেইমারের বাড়ানো চলন্ত বলে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। ঘানার জালে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ গোলটি করেন হেডে। ফ্রি কিকের মাধ্যমে এই গোলেও নেইমারের সহায়তা ছিল। ম্যাচে গোল করতে না পারলেও দুর্দান্ত খেলেছেন নেইমার।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের ম্যাচে একই ব্যবধানে জিতেছে। হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। অন্যদিকে ঘানাকে ঠিক ৩-০ গোলেই হারিয়েছে ব্রাজিল। হন্ডুরাসকে হারিয়ে একটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড করতে না পারলেও নিজেদের রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। এর আগে ৩৩ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তারা। রেকর্ডটি ছিল নব্বইয়ের দশকে ১৯৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত আলফিও বাসিলের অধীনে। ৩৩ ম্যাচ অপরাজিত থাকার মধ্যে দুটি ছিল ‘রেস্ট অব আমেরিকা’ ও ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর বিপক্ষে। হন্ডুরাসকে হারিয়ে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি-মার্তিনেজরা।
বিশ্ব রেকর্ড ভাঙতে হলে আরও চার ম্যাচ টানা জিততে হবে মেসি-আনহেল দি মারিয়াদের। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি করেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ডটি গড়ে আজ্জুরিরা।
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে প্রতিপক্ষের বিপক্ষে ১৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। পাপু গোমেজের বাড়ানো বলে গোলটি করেন লাউতারা মার্তিনেজ। প্রথম গোলের সহায়তার পাশাপাশি জোড়া গোল করেছেন খুদে জাদুকর। আর্জেন্টাইন তারকা নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেছেন স্পটকিকে। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন দুর্দান্ত চিপে। তাঁর এই গোল থামানোর সাধ্য ছিল না হন্ডুরাসের গোলকিপারের।
অন্য প্রীতি ম্যাচে ঘানাকে নিয়ে অনেকটা ছেলেখেলা খেলেছে ব্রাজিল। যদিও ৩-০ গোলের স্কোরলাইন দেখে বোঝা যাবে না। ম্যাচে জোড়া গোল করেছেন রিচার্লিসন আর অন্যটি করেছেন মার্কিনিওস। প্রথমার্ধেই ৩ গোল পাওয়ায় দ্বিতীয়ার্ধে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখেছেন কোচ তিতে।
খেলা শুরুর ৮ মিনিটে রাফিনহার কর্নার থেকে দলকে হেডে প্রথম লিড এনে দেন মার্কিনিওস। আর ২৭ মিনিটে ডান প্রান্ত থেকে নেইমারের বাড়ানো চলন্ত বলে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। ঘানার জালে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ গোলটি করেন হেডে। ফ্রি কিকের মাধ্যমে এই গোলেও নেইমারের সহায়তা ছিল। ম্যাচে গোল করতে না পারলেও দুর্দান্ত খেলেছেন নেইমার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে