
বাংলাদেশ সময় কাল সকালে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। শিরোপার মুকুট ধরে রাখার অভিযানে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৬টায় উদ্বোধনী ম্যাচে তারা খেলবে উত্তর আমেরিকার দল কানাডার বিপক্ষে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে বেশ কিছু রেকর্ড।
মাঠে নামলেই ৭০ বছরের রেকর্ড ভাঙবেন মেসি। কানাডার বিপক্ষে খেললে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আর্জেন্টাইন সুপারস্টার। ৩৪ ম্যাচ খেলে ১৯৫৩ সাল থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে রেখেছেন চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন। ২০২১ সালের ফাইনাল ম্যাচ দিয়ে তাঁর পাশে বসেন মেসি। এবার এই রেকর্ড শুধুই নিজের করে নেওয়ার সুযোগ তাঁর সামনে।
মেসি খেলবেন সপ্তম কোপা আমেরিকা টুর্নামেন্ট। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি কোপায় খেলার রেকর্ড গড়বেন ইন্টার মায়ামি এই ফরোয়ার্ড। ৫টি গোল করলে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও গড়বেন। ৩৪ ম্যাচে তাঁর গোল ১৩টি। যৌথভাবে এখন তালিকার ৪ নম্বরে রয়েছেন। ১৭ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার নরবের্তো মেন্দেস ও ব্রাজিলের জিজিনিয়ো। মেন্দেস আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কোপার তিনটি শিরোপা।
৫৭টি হ্যাটট্রিক রয়েছে মেসির। কোপা আমেরিকায়ও হ্যাটট্রিকের রেকর্ড গড়ার সুযোগ আছে তাঁর। কোপায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ ফুটবলারের। এবার একটি হ্যাটট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। ২০১৬ কোপা আমেরিকায় পানামার বিপক্ষে করেছিলেন একটি হ্যাটট্রিক।
২০২১ কোপা আমেরিকায় অসাধারণ খেলেছিলেন মেসি। আর্জেন্টিনাকে ৩০ বছর পর কোনো ট্রফি জেতাতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কারও তুলেছিলেন নিজের হাতে। এবারও যদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেন, ইতিহাস গড়বেন কোপা আমেরিকায়। কোপার ১০৮ বছরের ইতিহাসে টানা দুই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের কীর্তি আর কোনো ফুটবলারের নেই।

বাংলাদেশ সময় কাল সকালে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। শিরোপার মুকুট ধরে রাখার অভিযানে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৬টায় উদ্বোধনী ম্যাচে তারা খেলবে উত্তর আমেরিকার দল কানাডার বিপক্ষে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে বেশ কিছু রেকর্ড।
মাঠে নামলেই ৭০ বছরের রেকর্ড ভাঙবেন মেসি। কানাডার বিপক্ষে খেললে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আর্জেন্টাইন সুপারস্টার। ৩৪ ম্যাচ খেলে ১৯৫৩ সাল থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে রেখেছেন চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন। ২০২১ সালের ফাইনাল ম্যাচ দিয়ে তাঁর পাশে বসেন মেসি। এবার এই রেকর্ড শুধুই নিজের করে নেওয়ার সুযোগ তাঁর সামনে।
মেসি খেলবেন সপ্তম কোপা আমেরিকা টুর্নামেন্ট। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি কোপায় খেলার রেকর্ড গড়বেন ইন্টার মায়ামি এই ফরোয়ার্ড। ৫টি গোল করলে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও গড়বেন। ৩৪ ম্যাচে তাঁর গোল ১৩টি। যৌথভাবে এখন তালিকার ৪ নম্বরে রয়েছেন। ১৭ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার নরবের্তো মেন্দেস ও ব্রাজিলের জিজিনিয়ো। মেন্দেস আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কোপার তিনটি শিরোপা।
৫৭টি হ্যাটট্রিক রয়েছে মেসির। কোপা আমেরিকায়ও হ্যাটট্রিকের রেকর্ড গড়ার সুযোগ আছে তাঁর। কোপায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ ফুটবলারের। এবার একটি হ্যাটট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। ২০১৬ কোপা আমেরিকায় পানামার বিপক্ষে করেছিলেন একটি হ্যাটট্রিক।
২০২১ কোপা আমেরিকায় অসাধারণ খেলেছিলেন মেসি। আর্জেন্টিনাকে ৩০ বছর পর কোনো ট্রফি জেতাতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কারও তুলেছিলেন নিজের হাতে। এবারও যদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেন, ইতিহাস গড়বেন কোপা আমেরিকায়। কোপার ১০৮ বছরের ইতিহাসে টানা দুই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের কীর্তি আর কোনো ফুটবলারের নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে