নতুন খেলোয়াড় নিবন্ধনে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা)।
এই বছরের শুরুতে রোনালদোর সঙ্গে চুক্তি করে রাতারাতি খবরের শিরোনাম হয়ে ওঠে আল-নাসর। সৌদি লিগের ৯ বারের চ্যাম্পিয়ন ক্লাবটি থেকে বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ড করে পাবেন পর্তুগিজ উইঙ্গার। আল-নাসরের দেখাদেখি সৌদি প্রো লিগের অন্যান্য ক্লাবগুলোও নিজেদের শক্তি বাড়াতে টাকার বস্তা নিয়ে মাঠে নামে।
ইউরোপের সেরা ফুটবলারদের দিকেই হাত বাড়ায় তারা। সে জায়গায় বেশ সফলও মধ্যপ্রাচ্যের দেশটি। ইতিমধ্যে করিম বেনজেমা, এনগোলা কান্তেদের মতো তারকাদের কিনে নিয়েছে।
কেবল রোনালদোকে কিনেই সন্তুষ্ট নয় আল-নাসর। নতুন মৌসুম শুরুর আগে তারা ইন্টার মিলান থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের মতো তারকাকে দলে ভিড়িয়েছে। এমনকি ইতালির জাতীয় দলের তারকা ডোমেনিকো বেরার্দি ও চেলসির হাকিম জিয়েশের সঙ্গেও চুক্তির দ্বারপ্রান্তে তারা।
তবে এরই মধ্যে ফিফার খড়্গ নামল আল-নাসরের ঘাড়ে। ক্লাবটির ওপর দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে এনে ছিল সৌদি ক্লাবটি। কিন্তু সে চুক্তির কিছু পাওনা পরিশোধ করেনি আল-নাসর।
নাইজেরিয়ার জার্সিতে রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মুসা সৌদি লিগে আসেন ১৬.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেই চুক্তির অংশ হিসেবে লেস্টারকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ড দেওয়ার কথা আল-নাসরের। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকের সেই চুক্তির কথা বেমালুম ভুলেই গেছে তারা। যার ফলশ্রুতিতে ফুটবল গভর্নিং বডি ফিফা আল-নাসরের ওপর ঘরোয়া ও আন্তর্জাতিক দলবদলে নিষেধাজ্ঞা দিল।
এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে আল-নাসরকে মুলতবি অর্থ পরিশোধ করতে হবে। এরপরই তারা বাজারে ফিরতে পারবে। গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে ইতিমধ্যে ইউরোপের ক্লাবগুলোর ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে সৌদি লিগের ক্লাবগুলো। আরও বেশ কয়েকজন নামী ফুটবলারকে মরুর বুকে আনতে চায় তারা। তবে ফিফা আল-নাসরকে নতুন চুক্তিতে নিষেধাজ্ঞা দেওয়ায় সেই সম্ভাবনা কিছুটা হলেও বাধার মুখে পড়ল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৮ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে