সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে