
সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।

সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে